নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, নারায়ণগঞ্জে কিছু কিছু লোক আছে আদর-বাদর টাইপ। গালাগালি করে বক্তব্য দেয়। নিজেরা বক্তব্য দেয়, নিজেরাই শুনে। আমরা তোমাদের মতো পাগল-ছাগল নিয়ে চিন্তাই করি না। আমাদের ছাত্রলীগ যুবলীগও তোমাদের নিয়ে চিন্তা করে না। তোমাদের জন্য আমাদের মহিলা লীগ, যুব মহিলা লীগই যথেষ্ঠ। ওনাদের ঝাড়ুর বাড়ি খেলেই পালাবে।
অনেকে নিজেকে নেতা ভাবেন, ডাক দিলে পিছনে ১০ জনও আসে না। এখন যেভাবে হাইব্রিড বাড়ছে। সারা দেশের জেলায় জেলায় খন্দকার মোশতাক সৃষ্টি হইছে। আসলাম আর খাইলাম। এগুলোর দরকার নাই। এখন দেখি নারায়ণগঞ্জে কয়েকটা পিপিলিকার পাখনা গজাইছে। আপনাদের কারণে ২০০১ সালে আমাদের শত শত নেতাকর্মীরা বাসায় ফিরতে পারে নাই। কত মানুষকে পুড়িয়ে মেরেছেন। আপনারা কি করতে চাচ্ছেন সেটা যদি বাংলাদেশ হাতে গোনা ১০-১২ জন খবর রাখে, তাদের মধ্যে শামীম ওসমান একটা।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর রাইফেল ক্লাবে আয়োজিত এক কর্মী সম্মেলনে তিনি এ কথা বলেন।
বিএনপিকে উদ্দেশ্য করে শামীম ওসমান বলেন, ‘একটা কথা বলতে চাই, আমি থাকি বা না থাকি; আপনারা কিছু করতে পারবে না। আমরা যদি একবার জনগনের কাছে বিচার দেই, জনগন কিন্তু আপনাদের ছাড় দিবে না। অমুকের উকিল মা, তমুকের উকিল বাপ দিয়ে কোন কাজ হবে না।’
এসময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা,ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি রবিউল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, যুগ্ম সাধারণ সম্পাদক জিএম আরমান, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের ষাবেক সভাপতি এহসানুল হাসান নিপু প্রমুখ।