fbpx
২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, বুধবার, সকাল ৮:৩২

তুরস্কে ভয়াবহ ঝড়ে ৬ জন নিহত

Sabar Kantho
  • আপডেট : ডিসেম্বর, ১, ২০২১, ৯:৩৫ অপরাহ্ণ
  • ২০০ ০৯ বার দেখা হয়েছে

তুরস্কের ইস্তাম্বুল শহরসহ বিভিন্ন শহরে ভয়াবহ ঝড়ে এক বিদেশিসহ ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক। গত সোমবার ও মঙ্গলবার ভয়াবহ এ ঝড় হয়েছে।

তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি সাবাহ বলেছে, প্রচণ্ড ঝড়ের কারণে তুরস্কের ক্ষতিগ্রস্ত শহরের স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম এক দিনের জন্য বন্ধ রাখা হয়েছে। বসফরাস সেতুতে সাময়িকভাবে পরিবহন চলাচল বন্ধ রাখা হয়। এ ছাড়া ফেরি চলাচল বন্ধ রাখায় তৈরি হয় তীব্র যানজট।

প্রবল ঝড়ের কবলে শহরের অনেক গাছপালা উপড়ে পড়েছে। উড়ে গেছে অনেক বাড়ির ছাদ। ঐতিহ্যবাহী ‘ক্লক টাওয়ার’ ভেঙে পড়েছে। প্রবল ঝড়ের কারণে স্থানীয় সময় সোমবার ৩০টির বেশি ফ্লাইটের যাত্রাপথ পরিবর্তন করা হয়। এসব ফ্লাইটের বেশির ভাগ গতকাল মঙ্গলবার ইস্তাম্বুলে ফেরত আসে।

তুরস্কের আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৩০ কিলোমিটার পর্যন্ত উঠে।

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত  © ২০২১ সবার কন্ঠ
Design & Developed BY:Host cell BD
ThemesCell