ঢাকায় আসছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি। এক ভিডিও বার্তার মাধ্যমে শিল্পা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আগামী ২৮ জুলাই “মিরর প্রেজেন্ট বিজনেস লিডারশীপ অ্যাওয়ার্ড” অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানেই প্রধান অতিথি হয়ে হাজির হবেন শিল্পা শেঠি। অনুষ্ঠানে সেরাদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেবেন তিনি।
পুরো ইভেন্ট আয়োজন করছে মিরর।
শিল্পা শেঠির ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত করেছেন মিররের প্রধান শাহ জাহান। তিনি বলেন,“ মিরর প্রেজেন্ট বিজনেস লিডারশীপ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শিল্পা শেঠির আসার বিষয়টি নিশ্চিত। আমরা তার সঙ্গে যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছি। ইতোমধ্যে শিল্পা ভিডিও বার্তা দিয়ে বিষয়টি কনফার্মও করেছেন।”
শিল্পী শেঠির ঢাকায় আসা এবারই প্রথম নয়। এর আগে ২০১৬ সালেও ঢাকায় এসেছিলেন তিনি।
এদিকে, টানা ১৪ বছর পরে বড় পর্দায় ফিরছেন শিল্পা শেঠি। সাবির খান পরিচালিত “নিকম্মা” ছবিটির মাধ্যমে শিল্পা আবারও বড় পর্দায় ফিরছেন ১৭ জুন। ছবিটিতে আরও দুই মুখ্য চরিত্রে রয়েছেন অভিমন্যু ও শার্লি শেটিয়া। এ ছবিতে “অবনী” নামের চরিত্রে দেখা যাবে “ধাড়কান”-নায়িকা শিল্পাকে।