fbpx
১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, রবিবার, রাত ১:৩০

ডিবি পুলিশের অভিযানে ১৫০০ পিছ ইয়াবাসহ নারী ব্যবসায়ীকে গ্রেফতার

স্টাফ রিপোর্টার (জিহাদ হোসেন)
  • আপডেট : সেপ্টেম্বর, ২৬, ২০২২, ১০:৩৮ অপরাহ্ণ
  • ১১৬ ০৯ বার দেখা হয়েছে
ডিবি পুলিশের অভিযানে ১৫০০ পিছ ইয়াবাসহ নারী ব্যবসায়ীকে গ্রেফতার

নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে ১৫০০ পিছ ইয়াবাসহ এক নারী ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তাকে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড়স্থ হাজী আহসান উল্লাহ সুপার মার্কেট বাংলাদেশ কৃষি ব্যাংকের সামনে থেকে গ্রেফতার করে।

 

সোমবার ২৬/০৯/২০২২ সকাল ০৯:১৫ ঘটিকায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জনাব মোঃ তরিকুল ইসলাম এর নেতৃত্বে ডিবি পুলিশের সোনারগাঁও জোনের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ ইমদাদুল ইসলাম তৌয়ব, এসআই সৈয়দ রুহুল আমিন, এসআই হরবিলাশ, এসআই ফরিদ সংগীয় ফোর্সসহ অভিযানটি পরিচালনা করে।

 

গ্রেফতারকৃত নারী ব্যবসায়ীর নাম ফারজু আক্তার (৩৪)। চাঁদপুর জেলার শাহরাস্তি থানা ও গ্রামের আবুল বাসারের মেয়ে। সে বর্তমান নারায়ণগঞ্জরে সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি হেকমত আলী স্কুল রোডে থাকে।

 

ঘটনার সাথে জড়িত অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত রেখেছেন। এ সংক্রান্তে সিদ্ধিরগঞ্জ থানার মামলা নং- ৫০, তারিখ- ২৬/০৯/২০২২ রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি ফারজু আক্তার নারায়ণগঞ্জকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

গ্রেফতারকৃত নারী ব্যবসায়ী ফারজু আক্তারকে নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত  © ২০২১ সবার কন্ঠ
Design & Developed BY:Host cell BD
ThemesCell