ডাক দিয়েছে শামীম ভাই’ ঘরে থাকার সময় নাই। আগামি ২৭ আগস্ট নগরীর ডিআইটি চত্বরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে জনসভার ডাক দিয়েছেন সংসদ সদস্য শামীম ওসমান ভাই। আমরা সেই দিন সকলে মিলে মিসে এক সাথে আমাদের নেতা শামীম ওসমান ভাইয়ের ডাকে সাড়া দিবো। কলাগাছিয়ার ইউনিয়ন আওয়ামী লীগ পরিবার সব সময় তার ডাকে সাড়া দেয় এবং ঐদিন ও তার কোন ব্যতিক্রম হবে না। আপনারা সকল ভেদা ভেদ ভুলে গিয়ে প্রতিটি ওয়ার্ডের নেতা কর্মী দের নিয়ে সময় মত উপস্থিত থাকবেন’
২০ আগষ্ট শনিবার বিকালে ফরাজীকান্দা আওয়ামী লীগ কার্যালয়ে কলাগাছিয়ার ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে আগামী ২৭ আগস্ট নারায়নগঞ্জ কর্মী সমবেস যোগ দিতে প্রস্তুতি সভায় অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে বন্দর উপজেলায় আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান এসব কথা বলেন।
উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলায় মহিলা আওয়ামী লীগের সভানেএী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা আওয়ামী লীগের প্রবীণ নেতা আবদুল্লাহ বাবু’ ইয়ানুর মিয়া কলাগাছিয়ার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইব্রাহীম কাশেম যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন বি এ মহিলা আওয়ামী লীগের নেএী সোনিয়া আহমেদ ছাএ কলাগাছিয়ার ইউনিয়ন যুবলীগের সভাপতি ইসতেয়াক আহম্মেদ জাস্টিস শ্রমিক লীগের সভাপতি আসিক মাহমুদ ছাএলীগ সভাপতি সাহিন তাহেরি সিনহা সাধারণ সম্পাদক সোহেব মো: লিটন বন্দর থানা থ্রি হুলড্রার সাধারণ সম্পাদক এবাদুল্লাহ সহ কলাগাছিয়ার ইউনিয়ন আওয়ামী’ লীগ যুব’ লীগ ছাএ লীগ’ নেতা কমী এই সময় উপস্থিত ছিলেন।
ঐ সময় অন্য দের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের নেতা দেলোয়ার হোসেন মুদিল ‘ ইসতেয়াক মেম্বার মোক্তার হোসেন মুক্তু ‘ ইব্রাহিম টুটুল ‘ রাসেল’ শেখ শাওন ‘ প্রমূখ