জানুয়ারী ১৯, ২০২৫, ১:০৭ অপরাহ্ন
Shahalam Molla
  • আপডেট : মার্চ, ৩০, ২০২৪, ৯:৩৬ অপরাহ্ণ
  • ১১৩৬৮০ ১৯ বার দেখেছে

ডাইনে যাও ব্রাজিল, বায়ে যাও ব্রাজিল: ওমর সানি

Shahalam Molla
  • আপডেট : নভেম্বর, ২০, ২০২২, ১২:০৬ পূর্বাহ্ণ
  • ২৫৭ ১৯ বার দেখেছে
ডাইনে যাও ব্রাজিল, বায়ে যাও ব্রাজিল: ওমর সানি

বিশ্বকাপ ফুটবলের জমকালো আসর রোববার (২০ নভেম্বর) শুরু হচ্ছে। তবে এরই মধ্যে বিশ্বকাপের জ্বরে কাঁপছে বিশ্বের সব ফুটবলপ্রেমী। সাধারণ মানুষের পাশাপাশি ঢাকাই চলচ্চিত্রের তারকা দম্পতি ওমর সানি-মৌসুমীও মেতেছেন ফুটবল আনন্দে। ওমর সানি জানালেন তারা কোন দল সমর্থন করেন।

আজ (১৯ নভেম্বর) ওমর সানি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘ডাইনে যাও ব্রাজিল, বায়ে যাও ব্রাজিল সামনে যাও ব্রাজিল পেছনে যাও ব্রাজিল, নগদে ব্রাজিল, ঠিক আছে না চৌধুরী সাহেব।’ এই স্ট্যাটাসের সঙ্গে ওমর সানি তাদের দুজনের ছবিও পোস্ট করেছেন। এ থেকে বোঝা যাচ্ছে তারা দুজনই ব্রাজিলের সমর্থক।

 

এদিকে পছন্দের দলের কথা ফেসবুকে স্ট্যাটাস লেখায় তার ভক্তরা কয়েক মিনিটের মধ্যে প্রায় হাজারখানেক হাসির রিয়্যাক্ট দিয়েছেন। লাভ রিয়্যাক্টও পড়েছে হাজারখানেক। অন্যদিকে এই পোস্টে বিভিন্ন ধরনের কমেন্টও করেছেন ভক্তরা।

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন
      
 
   

এ খবরটি আপনার বন্ধুকে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
© All rights reserved © 2020 sabarkantho
Design & Developed BY:Host cell BD
asterpress