৫১ তম শীতকালীন বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এ টেবিল টেনিস (একক বালিকা) প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সামিয়া হোসেন মৌ।
চ্যাম্পিয়ন সামিয়া হোসেন মৌ ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন ও এড. নাসরিন আক্তার নীলার কন্যা।
এদিকে, টেবিল টেনিস (দ্বৈত বালিকা) চ্যাম্পিয়ন হয়েছেন একই স্কুলের শিক্ষার্থী আদিবা হক নাবিলা ও সামিয়া হোসেন মৌ।
উল্লেখ্য, চলতি বছরের ৮ জানুয়রি উপজেলা পর্যায়ে টুর্ণামেন্টটি শুরু হয়েছিলো, সেখানে নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয় অংশ গ্রহণ করেন।