ফেব্রুয়ারী ১০, ২০২৫, ৩:৫৭ পূর্বাহ্ন
Shahalam Molla
  • আপডেট : মার্চ, ৩০, ২০২৪, ৯:৩৬ অপরাহ্ণ
  • ১৩৪০৫৫ ১৯ বার দেখেছে

টি-টোয়েন্টি এক ম্যাচে দুটি মেইডেন, রেকর্ড নাসুমের

সবার কন্ঠ ডেস্ক
  • আপডেট : সেপ্টেম্বর, ৮, ২০২১, ৬:৪৮ অপরাহ্ণ
  • ৩৫৪ ১৯ বার দেখেছে
টি-টোয়েন্টি এক ম্যাচে দুটি মেইডেন, রেকর্ড নাসুমের

 

নাসুম আহমেদ রীতিমত স্বপ্নের ফর্মে আছেন । বাঁহাতি এই স্পিনার প্রতি ম্যাচেই সাফল্য এনে দিচ্ছেন দলকে। আরও একবার দুর্দান্ত বোলিং কারিশমা দেখালেন তিনি।

 

বাংলাদেশ মিরপুরে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে কিউইদের চেপে ধরেছে । যার মূল কৃতিত্ব নাসুমের। ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১০ রানে ৪টি উইকেট নিয়েছেন এই স্পিনার।

 

সব চেয়ে বড় কথা হলো, এই ৪ ওভারের মধ্যে দুটিই নিয়েছেন উইকেট মেইডেন। ইনিংসের প্রথম ওভারে মেইডেনের পর ১২তম ওভারে এসেও রান খরচ করেননি নাসুম।

 

তাতেই টি-টোয়েন্টি ক্রিকেটের এক ম্যাচে দুটি মেইডেন ওভার করা দ্বিতীয় বাংলাদেশি বোলার হওয়ার কীর্তি গড়েছেন বাঁহাতি এই স্পিনার। বিশ্বের ৩৩তম বোলার হিসেবে এই রেকর্ডে নাম লিখিয়েছেন নাসুম।

 

নাসুমের আগে কোনো টি-টোয়েন্টি ম্যাচে দুটি মেইডেন দেয়া একমাত্র বাংলাদেশি ছিলেন নাজমুল ইসলাম অপু। তিনিও বাঁহাতি স্পিনার। ২০১৮ সালে আফগানিস্তানের বিপক্ষে নাজমুল অপুর বোলিং ফিগার ছিল ৪-২-১৪-৪।

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন
      
 
   

এ খবরটি আপনার বন্ধুকে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
© All rights reserved © 2020 sabarkantho
Design & Developed BY:Host cell BD
asterpress