ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরির অভিযোগে তিনজনকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা এলাকা থেকে আটক করেছে র্যাব। রোববার (৫ সেপ্টেম্বর) দিনগত রাত ১০টায় তাদের আটক করা হয়।
তখন তাদের কাছ থেকে ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরির কাজে ব্যবহৃত তিনটি সিপিইউ, তিনটি মনিটর, তিনটি প্রিন্টার, তিনটি হার্ডডিক্স, তিনটি স্ক্যানার, তিনটি নকলজাতীয় পরিচয়পত্র ও চারটি ভুয়া সিল উদ্ধার করা হয়।
(৬ সেপ্টেম্বর) সোমবার সন্ধ্যায় র্যাব-১১ এর লে. কমান্ডার মাহমুদুল হাসান সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আটকরা হলেন-ইমদাদুল হক (২৬), মো. ফারুক মিয়া (৫২) এবং পারভেজ (৩১)।
র্যাব জানায়, আটকরা দীর্ঘদিন ধরে ভুলতা তাঁতবাজার মার্কেটের তিনটি দোকানের ভেতরে ভুয়া পরিচয়পত্র তৈরি করে প্রতারণা করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।