দেশের অন্যতম মানবাধিকার সংস্থা সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং সোসাইটির তথ্য বহুল বিশেষ স্মরণিকা-২ এর মোড়ক উম্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জের পুরান কোর্ট এলাকায় অবস্থিত জেলা শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে ২৯ আগস্ট সোমবার সন্ধ্যায় সাকসেস হিউম্যান রাইটস সোসাইটিন কেন্দ্রীয় কমিটি এই অনুষ্ঠানটির আয়োজন করে।
আয়োজিত অনুষ্ঠানে সোসাইটির চেয়ারম্যান সোবাহান বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর নারায়ণগঞ্জের উপ পরিচালক এ. কে.এম শাহারিয়ার রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল নারায়ণগঞ্জ জেলার সাধারন সম্পাদক সংবাদ ও মানবাধিকারকর্মী এম.আর.হায়দার রানা, সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান মেম্বার, উপ পরিদর্শক মোঃ আকতার হোসেন, মৌলভী বাজার জেলার বড়লেখা শাখার সভাপতি মোঃ ছয়ফুজ্জামান প্রমূখ। এসময় আরো উপস্থিত ছিলেন সোসাইটির পরিচালক মোঃ লিটন খান, সহকারী পরিচালক মোঃ বজলুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ জাব্বার আহমেদ,মহিলাও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক লিপু হালদার, গণ মাধ্যম বিষয়ক সম্পাদক মোঃ মোক্তার হোসেন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ তাজুল ইসলাম, সহ মহিলা বিষয়ব সম্পাদক দিপা রানী মিতু, কার্যকরী সদস্য আব্দুর রহিম, ইয়ুথ সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, মোহাম্মদ সেলিম, সোসাইটির নারায়ণগঞ্জ জেলা শাখার নব নির্বাচিত সিনিয়র সহ সভাপতি মোঃ ইমরান হাসান, সহ সভাপতি ইদ্রিস আলী, সাধারন সম্পাদক মোঃ কবির মিয়া, যুগ্ম সম্পাদক মাহমুদ কাওছার আহমেদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শিশির প্রধান, মহিলা বিষয়ক সম্পাদক মৌসুমী আহমেদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক তুহিন ভূঁইয়া, মানবাধিকার কর্মী মোঃ পারভেজ,রাকিব, আলামিন পাঠান সহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএম স্কুল এন্ড করেজের প্রাথমিক শাখার ইনচার্জ সংস্কৃতিকর্মী রোকসানা সামিয়া।
অনুষ্ঠানে প্রথম পর্বের আলোচনা শেষে সোসাইটি কর্তৃক প্রকাশিত তথ্য বহুল বিশেষ স্মরণিকা-২ এর মোড়ক উম্মোচন করেন প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ। পরিশেষে মানবাধিকার কর্মকান্ডে বিশেষ অবদান এবং করোনাকালে মানব সেবায় বিশেষ অবদান রাখায় বড়লেখা শাখাকে শ্রেষ্ঠ শাখার পুরস্কার এবং বিভিন্ন শাখার কর্মীদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।