সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিইসি) বাতিলের দাবিতে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করেছে ।
সভাপতি মাসুদ রানা বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচিতে প্রধান বক্তা ফ্রন্টের বলেন, ২০০৯ সাল থেকেই পিইসি পরীক্ষা বাতিলের দাবি উঠলেও, এখনো তা বহাল রাখা হয়েছে কার স্বার্থে?
সংগঠনের সহ-সভাপতি ডা. জয়দীপ ভট্টাচার্য বলেন, শিশুরা যতবেশি পরীক্ষা নেয়া হবে, ততবেশি তারা মানসিক চাপে পড়ে। এ থেকে শিশুদের মুক্ত করতে হবে।
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ছাত্র ফ্রন্টের শিক্ষা ও গবেষণা সম্পাদক সঞ্জয় কান্ত দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ, দপ্তর সম্পাদক সালমান সিদ্দিকী, সদস্য সাদিক, গৌতম নওশীন প্রমুখ।