নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৪ মাসের অন্তঃস্বত্তা এক গৃহবধূর সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত লাশ উদ্ধার। মৃতের নাম সানিয়া আক্তার, মৃতের স্বজনদের অভিযোগ গাড়ী কেনার জন্য ১০ লাখ টাকা যৌতুক চেয়ে না পেয়ে তাকে হত্যা করে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। ঘটনার পর স্বামী ইমনসহ মৃতের শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে গেছে।
বুধবার (৩১ আগষ্ট) রাতের যে কোন সময় উপজেলার ঝাউগড়া এলাকার সেলিমের বাড়িতে ঘটনাটি ঘটে। নিহত সানিয়া আক্তার ছানাউল্যাহ মিয়ার মেয়ে। খবর পেয়ে পুলিশ বেলা ১১টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
এদিকে এ ঘটনায় উত্তেজিত লোকজন হত্যাকান্ডের সাথে জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে থানায় যান। পরে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক হাওলাদার তাদের ন্যায় বিচারের আশ্বাস দিয়ে শান্ত করেন।
নিহত সানিয়া আক্তারের বাবা বলেন, আড়াই বছর আগে আমার মেয়ের সঙ্গে স্থানীয় ঝাউগড়া এলাকার সেলিমের ছেলের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে বনিবনা হচ্ছিলনা। এর মধ্যে সনিয়া ৪ মাসের অন্তঃস্বত্তা হয়ে পড়েন।
তবে ৪ মাস ধরে সে বাবার বাড়িতে বসবাস করছিল। ৩০ আগস্ট তাকে বুঝিয়ে ফের স্বামীর বাড়িতে পাঠানো হয়। তিনি আরও বলেন, জামাতা ইমন চাহিদা মাফিক ১০ লাখ টাকা না পেয়ে আমার মেয়েকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে।
সানিয়া আক্তারকে হত্যা করা হয়েছে না আত্মহত্যা করেছে এ বিষয়ে ওসি আজিজুল হক হাওলাদার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কিভাবে মৃত্যু হয়েছে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে।