পিকআপভ্যান চাপায় এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। রোববার (১৮ জুন) দুপুরে রূপগঞ্জ থেকে একটি মোটরসাইকেলে করে ডেমরা যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন তিনি।
নিহত ছাত্রলীগ নেতার নাম লিংকন (২২)। সে ঢাকার ডেমরা থানার ৬৯ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক ও ডেমরা মালা মার্কেট এলাকার মৃত আব্দুল সাত্তরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চনপাড়া থেকে একটি মোটরসাইকেল ডেমরা যাওয়ার পথে পিকআপভ্যান চাপা দিলে ঘটনাস্থলে লিংকনের মৃত্যু হয়। পরে স্থানীয় এলাকাবাসী ও পুলিশের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়েছে।
রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বলেন, চনপাড়া থেকে ডেমরা যাওয়ার পথে চনপাড়া মোড়ে একটি পিকআপ ভ্যান মোটরসাইকেল আরোহী লিংকনকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনায় পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে পিকআপ ভ্যানচালককে আটক করা যায়নি।