মার্চ ১৬, ২০২৫, ৭:৫৭ অপরাহ্ন
Shahalam Molla
  • আপডেট : মার্চ, ৩০, ২০২৪, ৯:৩৬ অপরাহ্ণ
  • ১৬৬৯৪৮ ১৯ বার দেখেছে

চট্টগ্রামে ওসি পরিচয়ে চাঁদা আদায়, আটক ৩

বিশেষ সংবাদদাতা
  • আপডেট : সেপ্টেম্বর, ১৯, ২০২১, ৭:১৩ অপরাহ্ণ
  • ৩৩৩ ১৯ বার দেখেছে
চট্টগ্রামে ওসি পরিচয়ে চাঁদা আদায়

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিচয়ে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরের বাকলিয়া ও আকবর শাহ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

আটক কৃতরা হলেন- মো. আজিম হোসেন প্রকাশ ইমন (২৭), মো. আরিফ হোসেন (৩০) ও মো. তারেক (২২)।

 

পুলিশ জানায়, গত বুধবার (১৫ সেপ্টেম্বর) কোতোয়ালি থানার আসাদগঞ্জের এক ব্যবসায়ীর নিকট ফোন করেন আসামিরা। ফোনে আসামিদের একজন কোতোয়ালি থানার ওসি পরিচয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। এরপর ভুক্তভোগী ব্যবসায়ী আসামিদের দেওয়া একটি নম্বরে দেড় হাজার টাকা পাঠান।

 

পরদিন (বৃহস্পতিবার) আবারও আসামিরা ফোন দিয়ে ওই ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করেন। এরপর ভুক্তভোগী ব্যবসায়ী পুলিশের কাছে অভিযোগ দেন। অভিযোগের পর পুলিশ অভিযান পরিচালনা করে শনিবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করেন।

 

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, ভুক্তভোগী ব্যবসায়ী বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলা করেছেন। মামলায় আটক দেখিয়ে রোববার (১৯ সেপ্টেম্বর) তাদের কারাগারে পাঠানো হয়েছে।

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন
      
 
   

এ খবরটি আপনার বন্ধুকে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
© All rights reserved © 2020 sabarkantho
Design & Developed BY:Host cell BD
asterpress