fbpx
৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সোমবার, রাত ৩:২৮

ঘুষ না নেওয়ায় আমার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ: কাউন্সিলর রুহুল

সবারকন্ঠ রিপোর্ট
  • আপডেট : জুলাই, ৩, ২০২২, ১১:০০ অপরাহ্ণ
  • ২৫৩ ০৯ বার দেখা হয়েছে
ঘুষ না নেওয়ায় আমার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ: কাউন্সিলর রুহুল

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মো. রুহুল আমিন মোল্লা বলেন, আমার ওয়ার্ডের বাসিন্দা সাহাবুদ্দিনসহ কতিপয় লোক মনির হোসেন গং দের একটি জমি বেআইনি দখল নিতে আমাকে ১ লাখ টাকা ঘুষ দিয়ে ম্যানেজ করার চেষ্টা চালালে আমি তা প্রত্যাখান করি।

 

আর এঘটনায় তারা আমাকে ম্যানেজ করতে না পেরেই আমার বিরুদ্ধে পুলিশ সুপার বরাবর ২৫ লাখ টাকা চাঁদাবাজির একটি অভিযোগ দায়ের করেছে। এ বিষয়ে আমি চ্যালেঞ্জ করে বলছি আমি ঘুষ না নেওয়ায় আমার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ দায়ের করেছে সাহাবুদ্দিন গং। রবিবার (৩ জুলাই) কাউন্সিলর মো. রুহুল আমিন মোল্লা তার কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন।

 

কাউন্সিলর মো. রুহুল আমিন মোল্লা আরো জানান, আমি সাহাবুদ্দিন গংদের বলেছি আমি এ ওয়ার্ডে পরপর তিনবার জনগনের ভোটে কাউন্সিলর নির্বাচিত হই। অদ্যবদি আমি সুনামের সহিত জনপ্রতিনিধি হিসেবে আমার কর্মকান্ড পরিচালনা করে আসিতেছি।

 

জনগনের কল্যাণে তাদের চাহিদা মোতাবেক আইন সংগতভাবে তাদের দুঃখ দূর্দশা ও বিভিন্ন সমস্যায় তাদের পাশে দাড়াই। আমার ধারা কোনো অন্যায় ও অনৈতিক কাজ করা সম্ভবনা। আপনারা শান্তি শৃঙ্খলাভাবে আইনী প্রক্রিয়ায় বিষয়টি মিমাংসা করে নেন। আমার ওয়ার্ডে কোনো কোনো প্রকার সন্ত্রাসী কর্মকান্ড ও জোর পূর্বক কারো জমি বাড়ি দখল করা যাবেনা।

 

একপর্যায়ে তারা ব্যর্থ হয়ে চলে যায়। এর কিছুদিন গত ১৬ জুন ওই জমির মালিক মনির হোসেন গং আমার কার্যালয়ে এসে জানান, তাদের বিবাদী সাহাবুদ্দিন ঝামেলা সৃষ্টি করিতেছে। বিস্তারিত ঘটনা শুনে আমি স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে ঘটনা স্থলে যাই। ঐ সময়ে সেখানে সাংবাদিকগনও উপস্থিত ছিলেন।

 

সকলের উপস্থিতিতে আমি বিবাদীকে অনুরোধ করি জমি জমার বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি না করে আদালতের মাধ্যমে সমাধান করিবেন এবং এলাকায় এ বিষয় নিয়ে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করিবেন না। এর পর গন্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে আমি চলে আসি। তার পর থেকে সাহাবুদ্দিন ঐ বিষয়কে কেন্দ্র করে আমার সুনাম নষ্ট করার জন্য আমার বিরুদ্ধে বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালিয়ে আসছে। এবং আমাকে দেখে নেয়ার হুমকি দিচ্ছে। এ বিষয়ে আমি সিদ্ধিরগঞ্জ থানায় একটি জিডিও করি।

 

রবিবার গনমাধ্যমে প্রকাশিত একটি সংবাদ আমার দৃষ্টি গোচর হয়। সংবাদটিতে উল্লেখ করা হয় ওই দিন আমি সাহাবুদ্দিনের নিকট থেকে ২৫ লাখ টাকা চাঁদা দাবি করেছি, তাকে গালিগালাজসহ এবং বাড়ী নির্মাণ কাজে বাধা দিয়েছি, তাকে প্রাণে মেরে ফেলারও নাকি হুমকি প্রদান করেছি। গণমাধ্যমে প্রকাশিত সংবাদটি আদৌও সত্য নয় এবং প্রচারিত তথ্য সম্পূর্ন বানোয়াট ও ভিত্তিহীন। আমার কাছে ঐ দিনের পুরো ঘটনাটির একটি ভিডিও ফুটেজ রয়েছে যাহা সাংবাদিকরা তাদের ক্যামেরায় ধারন করেন।

 

আমার বিরুদ্ধে আনিত এ সব অভিযোগ কোনটাই সত্য নয়। সাহাবুদ্দিন গংদের এ কর্মকান্ডে আমার কাছে প্রতীয়মান হয় যে সাহাবুদ্দিন গং এরা ভূমি দস্যূ চক্র এলাকায় শান্তি শৃঙ্খলা বিনষ্টকারী। আইন শৃঙ্খলার বাহিনীর কাছে অনুরোধ করছি এ বিষয়টি সুষ্ঠ ও নিরপক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে দ্রুত যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হলো। এবিষয়ে আমি আদালতে মামলা করবো।

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত  © ২০২১ সবার কন্ঠ
Design & Developed BY:Host cell BD
ThemesCell