fbpx
১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, রবিবার, রাত ১২:২০

গার্মেন্টসের ভিতর গণধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক

সবারকন্ঠ রিপোর্ট
  • আপডেট : জুন, ১১, ২০২২, ১০:২৫ অপরাহ্ণ
  • ১২৬ ০৯ বার দেখা হয়েছে
নারায়ণগঞ্জে মাদরাসা ছাত্রীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ২
ফাইল ছবি

ফতুল্লায় ভুইগড় রঘুনাথপুরে গার্মেন্টসের ভিতরে এক গার্মেন্টসকর্মী (২০)কে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১১ জুন) ভুক্তভোগী বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি গণধর্ষণের মামলা দায়ের করা হয়েছে।

 

মামলায় উল্লেখ্য করা হয়, বাদীর স্বামী রাজমিস্ত্রী। গণধর্ষণের শিকার ঐ গার্মেন্টস কর্মী জৈনক লাকীর মাধ্যমে চলতি মাসের ২ তারিখ পাসপোর্ট অফিসের পেছেনের গলিতে হান্নানের মালিকানাধিন আলিফ গার্মেন্টসের পঞ্চম তলায় সুইং অপারেটর হিসেবে যোগদান করে। এর দু’ দিন পর(৪ জুন) সকাল ৯ টার দিকে রঘুনাথপুরস্থ ভাড়া বাসা থেকে নিজ কর্মস্থল আলিফ গার্মেন্টসে যায়। সেখানে গিয়ে তিনি জানতে পারেন যে বিদ্যুৎ না থাকায় গার্মেন্টস বন্ধ রয়েছে। তিনি সিড়ি দিয়ে নামতে গয়ে গার্মেন্টসের তৃতীয় তলার সিড়িতে একই গার্মেন্টেসের শ্রমিক মোল্লার সাথে দেখা হলে তাকে জানায় যে বিদ্যুৎ চলে এলে গার্মেন্টস আবার চালু হবে বলে তাকে অপেক্ষা করতে বলে। একপর্যায়ে অভিযুক্ত মোল্লা বাদীর মুখ চেপে অপর এক যুবকের সহায়তায় গার্মেন্টসের তৃতীয় তলার একটি রুমে নিয়া ভয় ভীতি দেখাইয়া পর্যায়ক্রমে তাকে ধর্ষন করে। ঘটনা কাউকে না জানানোর জন্য ভয় ভীতি প্রদর্শন করে ছাড়িয়া দেয়। ঘটনার একদিন পর বাদী যথা সময়ে নিজ কর্মস্থলে এসে কাজে যোগদান করে। এবং কর্মস্থলে থাকা লাকী কে বিষয়টি অবগত করলে সে বিষয়টি নিয়ে নীরব থাকার পরামর্শ দেয়। ঘটনার দুই দিন পর বিষয়টি মালিক কতৃপক্ষ কে অবগত করা হলে তারা কোন পদক্ষেপ না নেওয়ায় বাদী চাকুরী ছেড়ে দিয়ে চলে আসে। পরবর্তীতে বাদী তার স্বামী কে বিষয়টি অবগত করে। অপরদিকে অভিযুক্ত মোল্লা বাদীর স্বামীর মোবাইল ফোনে ফোন করে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য হুমকি প্রদান করে।

 

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা হাজীগঞ্জ ফাড়ির পরিদর্শক (ইন্সপেক্টর) বিপ্লব কুমার দত্ত চৌধুরী জানায়, মামলা হয়েছে, অভিযুক্ত আসামীদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত  © ২০২১ সবার কন্ঠ
Design & Developed BY:Host cell BD
ThemesCell