সেপ্টেম্বর ১০, ২০২৪, ৬:৩৩ পূর্বাহ্ন
Shahalam Molla
  • আপডেট : মার্চ, ৩০, ২০২৪, ৯:৩৬ অপরাহ্ণ
  • ২৩৬৮৬ ১৯ বার দেখেছে

গাজীর কাছে জিম্মি রূপগঞ্জ বাসী: এড. তৈমুর

বিশেষ সংবাদদাতা
  • আপডেট : ডিসেম্বর, ৫, ২০২৩, ৭:৫৭ অপরাহ্ণ
  • ৯৯ ১৯ বার দেখেছে

তৃণমূল বিএনপি মহাসচিব ও আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী এড. তৈমূর আলম খন্দকার বলেছেন, ‘নারায়ণগঞ্জ-১ আসনে এমপি গাজীর কাছে জিম্মি জনসাধারণ; তার অত্যাচারে পারিবারিক অনুষ্ঠানও করা যায়নি। হামলার শিকার হতে হয়েছে তার অস্ত্রধারীদের হাতে।’

 

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে রূপগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি।

 

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম দস্তগীর গাজীর দেয়া এক বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘গাজী সাহেব আমাকে ভিত্তিহীন বলেছেন, তাকে নিয়ে মন্তব্য করে আমি নাকি নিজের অস্তিত্ব রাখছি। এ ধরনের কথা বলে তিনি নিজের গত ১৫ বছরের দুঃশাসন ঢাকতে চাচ্ছেন। তাই কে দোষী আর কে নির্দোষী তা প্রমাণ করতে উন্মুক্ত আলোচনায় বসার ব্যবস্থা করেন। সেখানে তৈমূর দোষী হলে আপনারা শাস্তি দিবেন।’

 

তৈমূর আলম বলেন, আমি একজন আইনজীবী। প্রমাণ ছাড়া কোন কথা বলি না।

 

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে। এ নির্বাচন বিতর্কিত করলে ক্ষতি যা হবার প্রধানমন্ত্রীরই হবেন। যার মূল ভুক্তভোগী তিনিই হবেন। জনগণ রাষ্ট্রের মালিক, জনগণ যদি ঐক্যবদ্ধ হয়ে ভোট দেয় কেউ চুরি করার সুযোগ পাবে না।’

 

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন
      
 
   

এ খবরটি আপনার বন্ধুকে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
© All rights reserved © 2020 sabarkantho
Design & Developed BY:Host cell BD
asterpress