সাতক্ষীরার শ্যামনগরে গর্ভের সন্তান নষ্ট করতে রাজি না হওয়ায় স্ত্রীকে বালিশচাপা দিয়ে হত্যা করেছেন স্বামী। এ ঘটনায় অভিযুক্ত স্বামী শফিকুল গাজীকে আটক করে পুলিশে দিয়েছেন গ্রামবাসী।
মঙ্গলবার (২৪ মে) ভোরে উপজেলার গাবুরা ইউনিয়নের পাশ্বেমারী গ্রামে এ ঘটনা ঘটে।
গাবুরা ইউনিয়ন পরিষদের সদস্য মশিউর রহমান জাগো নিউজকে বলেন, ‘শফিকুল গাজীর দুই স্ত্রী। মাঝেমধ্যে প্রথম স্ত্রী আশরাফুন্নেছা বেগমের (৩০) সঙ্গে থাকতেন তিনি। দ্বিতীয় স্ত্রীর পরামর্শে প্রথম স্ত্রীর গর্ভের সন্তান নষ্ট করতে চাপ দেন শফিকুল। রাজি না হওয়ায় সোমবার তাকে বেদম মারধর করেন তিনি। সোমবার রাতে আবারো প্রথম স্ত্রীর কাছে আসেন শফিকুল।’
ইউপি সদস্য আরও বলেন, ‘মঙ্গলবার ভোরে আশরাফুন্নেছাকে ফের মারধর করেন। একপর্যায়ে বালিশচাপা দিয়ে প্রথম স্ত্রীকে হত্যা করেন শফিকুল। খবর পেয়ে এলাকাবাসী শফিকুলকে আটক করে পুলিশে দেন। স্থানীয়দের কাছে হত্যার কথা স্বীকার করেন তিনি।’
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, স্ত্রীকে হত্যার দায়ে স্বামী শফিকুল গাজীকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।