fbpx
৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, শনিবার, রাত ১১:৫৮

খোরশেদ প্রশ্নে শামীম ওসমান ‘সেই মহিলা পথের কাঁটা দূর করছেন’

Sabar Kantho
  • আপডেট : নভেম্বর, ৩০, ২০২১, ৯:৪১ অপরাহ্ণ
  • ২৯৫ ০৯ বার দেখা হয়েছে

সবারকন্ঠ: বড় ভাই অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার এর পাপের প্রায়শ্চিত্ত করছেন ছোট ভাই কাউন্সিলর খোরশেদ। ফেরারী আসামী হয়ে ঘুরছে নারীর মামলায়।

বাংলাদেশের করোনা বীর খ্যাত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদকে নিয়ে মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকালে এ কথা গুলো বলেন সংসদ সদস্য শামীম ওসমান।

অনুষ্ঠান শেষে কাউন্সিলর খোরশেদকে নিয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে শামীম ওসমান বলেন, খোরশেদের বড় ভাই অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার সাহেব এক মহিলাকে বাংলাদেশ নিয়ে এসে ছিলেন। যতদূর শুনেছি সেই মহিলাই আবার আরেক মহিলাকে ব্যবহার করে পথের কাঁটা দূর করছেন। এই বিষয়ে আমরা বক্তব্য হচ্ছে, তৈমূর আলম কাকে এনেছেন এবং কার দ্বারা আজকে সে নিগৃহীত হচ্ছে। উনার পাপের প্রায়শ্চিত্ত করছেন খোরশেদ, ফেরারী আসামী হয়ে ঘুরছে নারীর মামলায়। এই প্রশ্নটা আমাকে জিজ্ঞাসা না করে তৈমূর ভাইকে জিজ্ঞাসা করলে ভালে হবে।

এর আগে শামীম ওসমান কাউন্সিলর খোরশেদকে নিয়ে বলেছেন, এই করোনার সময় আমরা মানুষ চিনেছি, সেই কথাটা কিন্তু ভুইলেন না সবাই। প্রশাসন, আওয়ামী লীগ, সাংবাদিকদের পাশাপাশি বিএনপির কিছু লোকও, যেমন খোরশেদরা মানুষের জন্য কাজ করেছেন।

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত  © ২০২১ সবার কন্ঠ
Design & Developed BY:Host cell BD
ThemesCell