শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটায় খুলনায় বটিয়াঘাটা উপজেলার জলমা এলাকায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় মামুন হাওলাদার (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ জালাল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার রাত আটটার দিকে বটিয়াঘাটা জলমার রেলক্রসিং এলাকায় সালিশ বৈঠক চলছিল। এ সময় প্রতিপক্ষের হামলায় মামুন হাওলাদার গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।