আমাদের মধুময় বিকেলের মিষ্টি সময়টাতে খুব বেশি সময় রান্নাঘরে কাটাতেও ইচ্ছে করে না।এই মজার বিকেলে চাই ঝটপট তৈরি করা যায় এমন কোনো রেসিপি। ঝটপট তৈরি করা যায় এমন একটি মজাদার নাস্তা হলো এগ পাফ। আর হালকা ক্ষুধা তো লাগেই বিকেলে। বিকেল বেলা হালকা নাস্তা না খেলে যেন মনটা ভরে না। তাই জেনে নিন সহজ রেসিপিটি।
উপকরণঃ
১. ১ প্যাকেট পাফ পেস্ট্রি শিট(যে কোনো সুপার শপে পাওয়া যায়)
২. ৬টি ডিম
৩. ১টি মাঝারী পেঁয়াজ(কুচি করা)
৪. ১/৪ কাপ টমেটো কুচি করা
৫. ১/৪ চা চামচ হলুদ গুড়া
৬. ১ চা চামচ মরিচের গুড়া
৭. ১ চা চামচ জিরা গুড়া
৮. ১ চা চামচ গরম মশলা গুড়া
৯. ১ চা চামচ ধনিয়া গুড়া
১০. ১ চা চামচ ধনিয়া পাতা কুচি
১১.লবন পরিমান মত
১২.তেল পরিমান মত
প্রস্তুত প্রনালিঃ