fbpx
২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, বুধবার, দুপুর ১:৫৬

খুব শীগ্রই না.গঞ্জে টেকনিক্যাল স্কুল ও কলেজের ভিত্তিপ্রস্থ স্থাপন

সবারকন্ঠ রিপোর্ট
  • আপডেট : মে, ১৭, ২০২৩, ৮:৫০ অপরাহ্ণ
  • ৭১ ০৯ বার দেখা হয়েছে
খুব শীগ্রই না.গঞ্জে টেকনিক্যাল স্কুল ও কলেজের ভিত্তিপ্রস্থ স্থাপন

দক্ষ জনশক্তি গড়ে তুলতে সরকার নারায়ণগঞ্জে একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে দেশে ও বিদেশে শ্রম বাজারের জন্য চাকরির সুযোগ ও জীবিকা নির্বাহের জন্য দরিদ্র জনগোষ্ঠী আত্মকর্মসংস্থান সৃষ্টি হবে।

 

খুব শীগ্রই ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ির কড়াইতলা এলাকায় এই প্রকল্পের কাজ শুরু হতে যাচ্ছে।

 

এর ফলে বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ সম্প্রসারণের জন্য ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কারিগরি বিষয় অর্ন্তভুক্তকরণ, এসএসসি (ভোকেশনাল) সার্টিফিকেট কোর্স ও স্বল্প
মেয়াদী প্রশিক্ষণ কোর্স পরিচালনার সুযোগ সৃষ্টি হবে। প্রতিষ্ঠানটিতে ৮৪০ জন শিক্ষার্থী অধ্যয়ন করতে পারবে।

 

জানা গেছে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি মৌজার আর এস দাগ ৩৬০৮, ৩৬০৯, ৩৬১০, ৩৬১১, ৩৬১৪ ও ৩৬১৫ নং দাগের ১ দশমিক ৫০ একর
জমিতে প্রকল্পটি শুরু হবে। প্রকল্পের আওতায় ২২৬৫ বর্গমিটার একটি একাডেমিক প্রশাসনিক ভবন নির্মাণ, ভূমি উন্নয়ন, মেশিনারি ও যন্ত্রপাতি ক্রয়, আসবাবপত্র ক্রয়,
বাউন্ডারি ওয়াল ও অভ্যন্তরীণ রাস্তা নির্মাণসহ আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনা করা হবে।

 

২০২০ সালে রাজউকের কাছে জমি অধিগ্রহণের জন্য অনাপত্তি চাওয়া হয়েছিল।

 

রাজউকের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা জানান, সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখা গেছে, বর্তমানে জমিতে আগাছা ও কচুরিপানাসহ পানি রয়েছে। প্রস্তাবিত জমিতে সীমানা প্রাচীনসহ কিছু আবাসিক প্লট ও কিছু জায়গা খালি রয়েছে। এছাড়া প্রস্তাবিত জমির উত্তর পার্শ্বে আবাদি জমি ও দক্ষিণে মাধ্যমিক বিদ্যালয়ের জন্য প্রস্তাবিত অদিগ্রহণকৃত জমি রয়েছে। প্রস্তাবিত জমির পূর্বে আবাদি জমি আর বর্তমানে পানিতে নিমজ্জিত, পশ্চিমে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড। জমিটি অধিগ্রহণের জন্য তারা অনাপত্তি দিয়ে দিয়েছেন সে বছরই।

 

সম্প্রতি নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, দু‘ এক মাসের মধ্যে নারায়ণগঞ্জে একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন করা হবে লিংক রোডের পাশে।

 

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত  © ২০২১ সবার কন্ঠ
Design & Developed BY:Host cell BD
ThemesCell