fbpx
২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, বুধবার, বিকাল ৩:১০

কুড়িগ্রামে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

সবারকন্ঠ রিপোর্ট
  • আপডেট : মে, ১৪, ২০২২, ৯:৫১ অপরাহ্ণ
  • ২৩২ ০৯ বার দেখা হয়েছে
কুড়িগ্রামে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ক্ষেত থেকে ধান নিয়ে যাওয়ার সময় বজ্রপাতে আব্দুর রহিম বাদশা (৫১) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

 

শনিবার (১৪ মে) বেলা ১১টার দিকে উপজেলা সদর ইউনিয়নের কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আব্দুর রহিম বাদশা কামালপুর গ্রামের মৃত কাশেম আলীর ছেলে।

 

স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে আব্দুর রহিম বাদশাসহ ৯ জন শ্রমিক একই গ্রামের কৃষক আবু বকর সিদ্দিকের জমির ধান কাটতে যান। বেলা ১১টার দিকে কাটা ধান মাথায় নিয়ে কৃষক আবু বকর সিদ্দিকের বাড়িতে পৌঁছানোর সময় বজ্রপাতে গুরুতর আহত হন শ্রমিক বাদশা। এ সময় সঙ্গীয় শ্রমিকরা ও স্থানীয়রা বাদশাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ হারুন জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত  © ২০২১ সবার কন্ঠ
Design & Developed BY:Host cell BD
ThemesCell