আমার বক্তব্যে মেয়রের প্রতি সম্মান ও আশা ছিল। আমি মেয়রকে অসম্মান করে বক্তব্য দেইনি। তারপরেও আমি অত্যান্ত অবাক হয়েছি কিছু পত্রিকার নিউজ দেখে, এর সাথে দলীয় কিছু নেতার বক্তব্যেও আমি হতবাক হয়েছি’।
জামাত বিএনপির বিরুদ্ধে ডাকা কর্মসূচিতে মেয়র সেলিনা হায়াৎ আইভীর অংশ গ্রহণ না থাকার বির্তকে সোমবার (৬ জুন) কথা গুলো বলছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজাম।
শাহ্ নিজাম বলেন, ‘আমার মনে হয়, তারা চায় না মেয়র আইভী আওয়ামী লীগের ব্যানারে রাজপথে আসুক। কারণ মেয়রকে যতোটা দূরে রাখতে পারবে, এই ধান্দাবাজ লোকেরা নাম বিক্রি করে সুবিধা নিতে পারবে।’
তিনি বলেন, কিছু দিন পূর্বে ছাত্রদলের নেতার বক্তব্য, যা আমাদের হৃদয়ে রক্ত ক্ষরণ হয়েছে। আমার প্রানপ্রিয় নেত্রী বাঙ্গালীর আগামী দিনের স্বপ্নের বাতিঘর, মানবতার মা জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে যে যড়যন্ত্র মূলক বক্তব্য প্রদান করেছে। তা বাংলার ১৮ কোটি মানুষের হৃদয়কে নাড়া দিয়েছে, যার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে সারা বাংলাদেশ ব্যাপি প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছিলেন। ঘুমন্ত বাঙ্গালীকে যিনি জাগ্রত করেছেন। নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছেন, বিশ্বের মানচিত্রে আমাদেরকে সম্মানিত করেছেন। সেই নেত্রীকে নিয়ে যারা বলে ‘আরেকটা ১৫ই আগস্ট দরকার, ১৫ই আগষ্টের হাতিয়ার গর্জে উঠুক আরেক বার’; এই ধরণের স্লোগানে মাধ্যমে আমার প্রান প্রিয় নেত্রীকে হত্যা করার ষড়যন্ত্র করে, তখন স্বাধীনতা প্রেমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা, শামীম ওসমানের সৈনিকেরা ঘরে বসে থাকতে পারে না।
শাহ্ নিজাম আরও বলেন, ‘আমি যখন শুনলাম, আমাদের নৌকার মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি লক্ষাধিক লোক নিয়ে জামাত-বিএনপির বিরুদ্ধে মাঠে থাকবেন ও বিক্ষোভ মিছিল করবেন। এ কথা শুনে দলের একজন কর্মী হিসেবে আমি অবশ্যই খুশি হয়েছি ও আনন্দিত হয়েছি। মাননীয় ও সম্মানিত মেয়র আমার দলের নেত্রী। অবশ্যই দলের কর্মসূচিতে উনি অংশগ্রহণ করবেন। এটা আশা করা নিশ্চই আমার অপরাধ না। পরের দিন যখন রাজপথে বিএনপি-জামাতের বিরুদ্ধে মেয়র নামলেন না, তখন দলের কর্মী হিসেবে আমি হতাশ হতেই পারি। কিন্তু কিছু কিছু কর্মী শূন্য নেতা ও জামাত বিএনপির আশীর্বাদ পুষ্ট পত্রিকা, এটাকে নিয়ে বিভিন্ন খবর প্রচার করলেন। আমার মনে হয়, তারা চায় না মেয়র আইভী আওয়ামী লীগের ব্যানারে রাজপথে আসুক। কারণ মেয়রকে যতোটা দূরে রাখতে পারবে, এই ধান্দাবাজ লোকেরা নাম বিক্রি করে ততই সুবিধা নিতে পারবে। আমার বক্তব্যে মেয়রের প্রতি সম্মান ও আশা ছিল। আমি মেয়রকে অসম্মান করে বক্তব্য দেইনি।