fbpx
২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, বুধবার, সকাল ৮:৩৪

কাভার্ডভ্যান-লেগুনা ও মিশুকের ত্রিমুখী সংঘর্ষ, ২ চালক নিহ

সবারকন্ঠ রিপোর্ট:
  • আপডেট : নভেম্বর, ৯, ২০২২, ১০:৫০ অপরাহ্ণ
  • ৮০ ০৯ বার দেখা হয়েছে
সিদ্ধিরগঞ্জে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে পোশাক শ্রমিকের মৃত্যু
ফাইল ছবি

আড়াইহাজারে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যান-লেগুনা ও মিশুকের ত্রিমুখী সংঘর্ষে দুইজন চালক নিহত হয়েছেন। আহত হয়েছে আরও কয়েকজন। বুধবার (৯ নভেম্বর) বিকেল পৌনে ৩টায় উপজেলার লেঙ্গুরদী মদনপুর-আড়াইহাজারে মূল সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

 

তথ্যটি দৈনিক সবারকন্ঠকে নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) আজিজুল হক হাওলাদার।

 

নিহতরা হলেন-আড়াইহাজার উপজেলার কৃষ্ণপুর এলাকার গিয়াস উদ্দিনের ছেলে লেগুনা চালক রতন (৪৫)। অপরজন আড়াইহাজার উপজেলার লস্করদী এলাকার বিল্লাল হোসেনের ছেলে দিন ইসলাম (৩০)।

 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন দৈনিক সবারকন্ঠকে জানান, নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যান-লেগুনা ও মিশুকের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে লেগুনা চালক রতন ও মিশুক চালক দিন ইসলামকে হাসপাতালে নেয়ার পর, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

 

তিনি আরও জানান, এ ঘটনায় কাভার্ডভ্যান চালক পলাতক রয়েছেন। ঘাতক কাভার্ডভ্যানের চালককে ধরার চেষ্টা চলছে। পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। তদন্ত সাপেক্ষ ব্যবস্থা গ্রহন করা হবে।

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত  © ২০২১ সবার কন্ঠ
Design & Developed BY:Host cell BD
ThemesCell