৮ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা উদ্যোগে পদ্মা সেতুর উদ্বোধন ও বন্যাদুর্গতদের জন্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮ নং ওয়ার্ডে মসজিদে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা ৮ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা উদ্যোগে এ দোয়ার আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাতে নাসিক ৮ নং ওয়ার্ডের সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
এ সময় কাউন্সিলর রুহুল আমিন মোল্লা বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা প্রমান করেছে, বাংলাদেশ আজকে কারো পায়ের উপরে ভর করে দাঁড়ায় নাই। বাংলাদেশ নিজের পায়ের উপরে ভর দিয়ে দাঁড়িয়েছে। তাই পদ্মা সেতু আমাদের অহংকার, পদ্মা সেতুর মাধ্যমে বাংলাদেশ যে পারে, সেটা দেখিয়ে দেওয়া হলো সারাবিশ্বকে।
বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আমাদেরকে বিশ্ববাসীর কাছে মাথা উচু করে দাড়াতে শিখালো।বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাত ধরে আমরা নিজের পায়ে দাঁড়িয়েছি। পদ্ম সেতু প্রমাণ করেছে বাংলাদেশ কারও পায়ের উপর ভর দিয়ে দাঁড়ায় নাই। নিজের পায়ের উপর ভর দিয়ে দাঁড়িয়েছে।
তাই আজ আমরা বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবো এবং দোয়া করবো বন্যাদুর্গতদের জন্য।
আজকের ওই দোয়া মাহফিল থেকে আহ্বান করছি সিলেট সুনামগঞ্জসহ সারাদেশে বন্যার্তদের জন্য যার যার সমার্থ্য অনুযায়ী প্রতেকে ত্রান সহায়তা নিয়ে যেনো তাদের পাশে দাড়াই।