সোনারগাঁয়ে এক যুবককে আটক করেছে কাঁচপুর হাইওয়ে পুলিশ। তাদের দাবী আটককৃত যুবক একজন ডাকাত। রবিবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে আষাড়িয়ারচর এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি হাতুড়ি উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
আটককৃত যুবকের নাম শেখ শফিক (৩৬)। সে সোনারগাঁয়ের কান্দারগাঁও এলাকার মজিবুর রহমানের ছেলে।
পুলিশ গণমাধ্যমকে জানায়, রোববার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাড়িয়ারচর এলাকায় রাস্তার পাশের ঝোঁপের আড়ালে কয়েকজন ডাকাত অবস্থান করছিল। এমন সংবাদের প্রেক্ষিতে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে একজনকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যায়।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) আবুল কাশেম জানান, আটককৃত ব্যাক্তি একজন ডাকাত। তদন্ত সাপেক্ষ তার বিরুধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।