fbpx
১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, রবিবার, রাত ১:২২

কাঁচপুরে ডাকাত সন্দেহে যুবক আটক

সবারকন্ঠ প্রতিনিধি
  • আপডেট : নভেম্বর, ২৮, ২০২২, ৮:৫০ অপরাহ্ণ
  • ৯৬ ০৯ বার দেখা হয়েছে
কাঁচপুরে ডাকাত সন্দেহে যুবক আটক
প্রতীকী ছবি

সোনারগাঁয়ে এক যুবককে আটক করেছে কাঁচপুর হাইওয়ে পুলিশ। তাদের দাবী আটককৃত যুবক একজন ডাকাত। রবিবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে আষাড়িয়ারচর এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি হাতুড়ি উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

 

আটককৃত যুবকের নাম শেখ শফিক (৩৬)। সে সোনারগাঁয়ের কান্দারগাঁও এলাকার মজিবুর রহমানের ছেলে।

 

পুলিশ গণমাধ্যমকে জানায়, রোববার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাড়িয়ারচর এলাকায় রাস্তার পাশের ঝোঁপের আড়ালে কয়েকজন ডাকাত অবস্থান করছিল। এমন সংবাদের প্রেক্ষিতে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে একজনকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যায়।

 

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) আবুল কাশেম জানান, আটককৃত ব্যাক্তি একজন ডাকাত। তদন্ত সাপেক্ষ তার বিরুধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত  © ২০২১ সবার কন্ঠ
Design & Developed BY:Host cell BD
ThemesCell