একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট কথাসাহিত্যিক বুলবুল চৌধুরী ক্যানসারে আক্রান্ত হয়ে আজ ২৮ আগস্ট শনিবার সন্ধ্যা ৬টায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৩ বছর।
বুলবুল চৌধুরীর ছেলে আর রাফি চৌধুরী সংবাদটি নিশ্চিত করে বলেন, ‘গত ছয় মাস ধরে বাবার জ্বর ছিল এবং শরীরের ওজন কমে যাচ্ছিল। ফেব্রুয়ারিতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয়। তখন তার ক্যানসার ধরা পড়ে।’
তিনি আরও বলেন, ‘ক্যানসার তার শ্বাসযন্ত্রে ছড়িয়ে পড়ে। ফলে তিনি কিছু খেতে পারছিলেন না। কেমো নেওয়ার মতো শারীরিক অবস্থাও তার ছিল না। ডাক্তারের পরামর্শে চিকিৎসা চলছিল বাসায়। আজ সন্ধ্যা ৬টায় তিনি মারা যান।’
সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ ২০২১ সালে বুলবুল চৌধুরী একুশে পদক লাভ করেন। বাংলা একাডেমি পুরস্কার পান ২০১১ সালে। এছাড়া তিনি হুমায়ুন কাদির স্মৃতি পুরস্কার, জসীমউদদীন স্মৃতি পুরস্কার এবং ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার পেয়েছেন।