নোয়াখালীর বেগমগঞ্জে তানজিনা খানম নিপু (২৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৮ মে) বিকেলে রসুলপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের লাউতলী গ্রাম থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তানজিনা খানম নিপু লাউতলী গ্রামের ওমান প্রবাসী ইয়াছিন মাহমুদ রুবেলের স্ত্রী এবং সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ডোমনা কান্দী গ্রামের সাকায়েত উল্লাহ খাঁনের বড় মেয়ে।
নিহতের শাশুড়ি মনোজা খাতুনের দাবি, পুত্রবধূ নিপু পরিবারের লোকজনের অজান্তে বেলা ১১টার দিকে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে নিহতদের স্বজনদের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
এদিকে ঘটনার পর থেকে গৃহবধূর শ্বশুর মো. রুহুল আমিন পলাতক রয়েছেন।
বাড়ির লোকজন জানায়, পারিবারিকভাবে বিয়ের পর থেকে শ্বশুর বাড়ির লোকজন ওই গৃহবধূকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে আসছিল। ওই দম্পতির পাঁচ বছর বয়সী মেয়ে ও দুই বছর বয়সী একটি ছেলে রয়েছে।
বেগমগঞ্জ মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে।