এপ্রিল ২৯, ২০২৫, ৬:০৫ পূর্বাহ্ন
Shahalam Molla
  • আপডেট : মার্চ, ৩০, ২০২৪, ৯:৩৬ অপরাহ্ণ
  • ১৯৯০১০ ১৯ বার দেখেছে

ওনারা নেতা আমি কর্মী, পার্থক্যটা এখানেই: শামীম ওসমান

সবারকন্ঠ রিপোর্ট
  • আপডেট : আগস্ট, ২০, ২০২২, ১০:৫৩ অপরাহ্ণ
  • ২৪৮ ১৯ বার দেখেছে
ওনারা নেতা আমি কর্মী, পার্থক্যটা এখানেই: শামীম ওসমান

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বস্ত করার উদ্দেশ্য নারায়ণগঞ্জে আওয়ামীলীগ সহ স্বাধীনতার পক্ষের শক্তিকে একত্রে মাঠে নামার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

 

শনিবার (২০ আগস্ট) বিকালে বন্দর ঘাট সংলগ্ন সুরুজ্জামান টাওয়ারে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।

 

সংসদ সদস্য শামীম ওসমান বলেন, দেশে ষড়যন্ত্র হচ্ছে, নেত্রীকে নিয়ে বাজে ভাষায় কথা বলছে। আওয়ামী লীগ সহ স্বাধীনতার পক্ষে যারা রয়েছেন, আসেন সবাই মিলে একত্রে মাঠে নামি।

 

মাঠে নেমে প্রমাণ করি, এই নারায়ণগঞ্জ বঙ্গবন্ধুর নারায়ণগঞ্জ ছিল, আছে এবং থাকবে। নেত্রীকে আশ্বস্ত করি, আপনার উপর আঘাত করলে ঢাকার দরকার নেই, নারায়ণগঞ্জ এর উত্তর দিবে।

 

তিনি আরো বলেছেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ওই শুকুনরা সুযোগ নিতে চায়। গতকাল ঢাকায় মিটিং এ শ্লোগান দেয় আর বলে, নির্বাচন বাদ দিন, রাজপথ দখল করেন। করেন সমস্যা নাই।

 

নারায়ণগঞ্জে অনেক আওয়ামী লীগ নেতা আছেন। ওনারা নেতা আমি হলাম কর্মী, পার্থক্যটা এখানেই। কারণ তারা জিজ্ঞেস করছে, আপনি নামছেন কেন। আমি নেতৃবৃন্দদের বলতে চাই,  রাজনীতি করতে আসছি, চাওয়ার পাওয়ার হিসাব নিয়ে আসি নাই। জনগণের সেবা করতে আসছি।

 

শেখ হাসিনা আমার আদর্শের মা, আমার মা যখন ঢাকার মিটিং এ কেঁদে বঙ্গবন্ধুর মৃত্যু পরবর্তী তার কষ্টের কথা বলে তখন আমি সহ্য করতে পারি না। শেখ হাসিনাকে গালি দিয়ে কথা বলে, দেশকে ষড়যন্ত্র করে ধংস করার চেষ্টা করে চুপ থাকব না।

 

আগামী জাতীয় নির্বাচনের পূর্বে আসন্ন আঘাত মোকাবেলার বিষয় জানিয়ে তিনি বলেন, নারায়ণগঞ্জে স্বাধীনতার পক্ষের শক্তিকে এক করতে চাই। আমি কর্মী হিসেবে শ্লোগান দিতে চাই, মঞ্চে উঠে নেতৃত্ব দিতে চাই না।

 

আগামী ২৭ আগস্ট বিকালে সমাবেশ হবে। সমাবেশে কার লোক কে, আমার বেশি তোমার কম এটা দেখাবেন না। সামনে লড়াই করতে হবে। বিভেদ করার সময় নেই, এক হয়ে লড়তে হবে।

 

এলাকায় এলাকায় স্বাধীনতার স্বপক্ষের সবাইকে ডাকতে হবে শুধু আওয়ামীলীগ না। সবাই মিছিল নিয়ে নারায়ণগঞ্জ আওয়ামীলীগ অফিসের সামনে যাবেন। আমি যদি নাও থাকি এ মিটিং হবে।

 

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির মৃধার সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জিএম আরমান, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, বন্দর আওয়ামী লীগের বন্দর আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ, সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান, সাবেক স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দুলাল প্রধান প্রমুখ।

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন
      
 
   

এ খবরটি আপনার বন্ধুকে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
© All rights reserved © 2020 sabarkantho
Design & Developed BY:Host cell BD
asterpress