এবার খেলা হবে রাজাকারের সন্তানদের সঙ্গে মুক্তিযোদ্ধার সন্তানদের। এই খেলায় মুক্তিযোদ্ধার সন্তানরাই জিতবে। প্রতিদিনই তো বলেন রাজপথ দখল করবেন। আসেন, আমরা তো বসেই আছি আপনাদের সাথে খেলার জন্য।
রোববার (২১ আগস্ট) বিকেলে ফতুল্লার তল্লায় জাতীয় শোকদিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান এ কথা বলেন।
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, যারা আপনাকে হত্যার চেষ্টা করেছিল, যারা দেশকে ব্যর্থ রাষ্ট্র বানাতে চায় তাদের কেন চায়ের দাওয়াত দিচ্ছেন? আপনি তাদের চায়ের দাওয়াত দিতে পারেন না। কী এমন ঠেকা পড়েছে আমাদের যে গণতন্ত্রের চর্চা করতে হবে।
শামীম ওসমান আরও বলেন, শেখ হাসিনা এখন আওয়ামী লীগের সম্পদ না, তিনি এখন বাংলাদেশের সম্পদ। এই সম্পদ নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। আজ সবাইকে এক হওয়া দরকার। যারা খেলছেন এতদিন চুপ ছিলাম। ধৈর্যেরও একটা লিমিট আছে। আমি শামীম ওসমান জীবিত থাকাবস্থায় পারবেন না।
যুবলীগ নেতা জানে আলম বিপ্লবের সভাপতিত্বে ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়ালি মাহমুদ, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া সাজুন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মো.জুয়েল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।