fbpx
২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, বুধবার, সকাল ৭:৩৩

এডিবি ঋণের অনুমোদন দিলো ২৫ কোটি ডলার

বিশেষ সংবাদদাতা
  • আপডেট : সেপ্টেম্বর, ২৫, ২০২১, ১০:০৪ অপরাহ্ণ
  • ১৫৮ ০৯ বার দেখা হয়েছে
এডিবি ঋণের অনুমোদন দিলো ২৫ কোটি ডলার

 

 

২৫ কোটি ডলার ঋণ সহায়তা অনুমোদন কোভিড-১৯ এর ক্ষতি দ্রুত কাটিয়ে উঠতে দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। চলতি ২০২১-২২ অর্থবছরে বাজেট সহায়তা হিসেবে বাংলাদেশকে এই অর্থ দেবে সংস্থাটি ।

 

(২৫ সেপ্টেম্বর) শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থিত এডিবির সদরদপ্তর থেকে পাঠানো এ তথ্য জানানো হয়েছে।

 

এডিবি জানায়, এর আওতায় মোট ৫০ কোটি ডলার ঋণ-সহায় এডিবি বাংলাদেশকে দেবে। এর প্রথম কিস্তির ২৫ কোটি ডলার শনিবার অনুমোদন দেওয়া হয়েছে। বাকি ২৫ কোটি ডলার ২০২২ সালের প্রথম দিকে অনুমোদন করা হবে।

 

আরও বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মসংস্থান সৃষ্টি এবং ক্ষুদ্র-উদ্যোক্তা এবং ক্ষুদ্র ব্যবসার জন্য অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারণ করার মাধ্যমেই অর্থনৈতিক পুনরুদ্ধার করতে হবে। এর ফলে অর্থনীতির টেকসই পুনরুদ্ধার নিশ্চিত হবে।

 

তার ফলে ক্ষুদ্র, কুটির এবং মাঝারি শিল্পখাতে (সিএমএসএমই) করোনার যে ক্ষতি হয়েছে তা দ্রুত পুনরুদ্ধার করার আশা প্রকাশ করছে সংস্থাটি।

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত  © ২০২১ সবার কন্ঠ
Design & Developed BY:Host cell BD
ThemesCell