মার্চ ১৬, ২০২৫, ৬:৫৩ অপরাহ্ন
Shahalam Molla
  • আপডেট : মার্চ, ৩০, ২০২৪, ৯:৩৬ অপরাহ্ণ
  • ১৬৬৮০০ ১৯ বার দেখেছে

এখন পরিস্থিতি অত্যন্ত কঠিন, সবাইকে কৃচ্ছসাধন করতে হবে: প্রধানমন্ত্রী

সবারকন্ঠ ডেস্ক
  • আপডেট : নভেম্বর, ২, ২০২২, ৭:১৫ অপরাহ্ণ
  • ২০৪ ১৯ বার দেখেছে
পরিস্থিতি কঠিন, সবাইকে কৃচ্ছসাধন করতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা এখন অত্যন্ত কঠিন সময় পার করছি। এ অবস্থায় আমরা যদি নিজেরা দাঁড়াতে পারি এটাই হবে আমাদের জন্য সবচেয়ে ভালো। এ জন্য আমাদের সবাইকে কৃচ্ছসাধন করতে হবে। কৃচ্ছসাধন করেই চেষ্টা করতে হবে আমাদের।

 

এসময় প্রধানমন্ত্রী জানান, যে সব জিনিস বিদেশ থেকে আমদানি করতে হয়, তার দাম বেড়ে যাচ্ছে। মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে নিষেধাজ্ঞা এবং পাল্টা নিষেধাজ্ঞায় এই অবস্থায় হয়েছে।

 

শুধু বাংলাদেশ নয়, উন্নত দেশগুলোও হিমশিম খাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।

 

বুধবার (২ নভেম্বর) বিসিএস প্রশাসন একাডেমিতে ১২৪, ১২৫ এবং ১২৬তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

 

প্রধানমন্ত্রী বলেন, শুধু বাংলাদেশ নয়, উন্নত দেশগুলোও হিমশিম খাচ্ছে। আমি জানি, উন্নত দেশগুলোর অবস্থা। এমনকি আমেরিকা, ইউরোপ, ইংল্যান্ডসহ প্রত্যেকটা দেশ এখন অর্থনৈতিক মন্দার কবলে। বিদ্যুৎ সরবরাহ করতে পারছে না, খাদ্যের দাম বেড়ে গেছে, সেখানে সব জায়গায় রেশনিং করে দেওয়া হয়েছে। এমন একটা অস্বাভাবিক পরিস্থিতি।

 

এই পরিস্থিতিতে বাংলাদেশের করণীয় সম্পর্কে তিনি বলেন, আমি বহু আগে থেকেই এটা বলে যাচ্ছি যে, এক ইঞ্চি জমি যেন খালি না থাকে। কারণ আমাদের নিজের খাদ্য নিজেদের উৎপাদন করতে হবে। খাদ্য প্রক্রিয়াজাত করার জন্য আমাদের শিল্পায়ন দরকার এবং দেশের মানুষের খাদ্যে এবং পুষ্টির নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন
      
 
   

এ খবরটি আপনার বন্ধুকে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
© All rights reserved © 2020 sabarkantho
Design & Developed BY:Host cell BD
asterpress