২০২২ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ নভেম্বর) এক যোগে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোট ১৯টি কেন্দ্রে এইচএসসি, ভোকেশনাল ও এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট’র (বিএম) ও আলিম পরীক্ষায় শিক্ষার্থীরা অংশগ্রহন করেছেন।
জেলায় ১৯ হাজার ৬৪ জন শিক্ষার্থীর মধ্যে ভোকেশনাল ও বিএম পরিক্ষায় অংশগ্রহণ করেছে ১৯ হাজার ৩শ’ ৮৪ এবং আলিম পরীক্ষায় অংশ নিবে ৯শ’৯৮ জন পরীক্ষার্থী, কারগরি শিক্ষায় ৬শ’ ৬২জন।
৮ নভেম্বরের বাংলা (আবশ্যিক) ২য় পত্র পরিক্ষার উপস্থিত ছিলেন ১৯ হাজার ৮৮ পরিক্ষার্থী, অনুপস্থিত ২৯৬ জন।
আলিম পরীক্ষার্থী ৮শ’ ৭৩ জনের মধ্যে উপস্থিত ছিলেন ৮শ’ ৬২, অনুপস্থিত ছিলেন ১১ পরীক্ষার্থী।
উল্লেখ্য, ৬ নভেম্বর (রোববার) থেকে শুরু হয়েছে উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা এবং শেষ হবে ১৩ ডিসেম্বর। এ উপলক্ষে আগামী ৩ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দিয়েশে শিক্ষামন্ত্রী। এ বছর এইচএসসি পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হওয়ার কথা থাকলেও সার্বিক দিক বিবেচনা করে যানজট এড়াতে তা পিছিয়ে বেলা ১১টা থেকে শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত।