fbpx
২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, বুধবার, সকাল ৭:২৫

এইচএসসি ও সমমানের পরীক্ষা: মঙ্গলবার অনুপস্থিত ছিলো ৩০৭ পরীক্ষার্থী

সবারকন্ঠ রিপোর্ট
  • আপডেট : নভেম্বর, ৮, ২০২২, ১০:৫৯ অপরাহ্ণ
  • ৮৯ ০৯ বার দেখা হয়েছে
এইচএসসি ও সমমানের পরীক্ষা: মঙ্গলবার অনুপস্থিত ছিলো ৩০৭ পরীক্ষার্থী

২০২২ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ নভেম্বর) এক যোগে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোট ১৯টি কেন্দ্রে এইচএসসি, ভোকেশনাল ও এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট’র (বিএম) ও আলিম পরীক্ষায় শিক্ষার্থীরা অংশগ্রহন করেছেন।

 

জেলায় ১৯ হাজার ৬৪ জন শিক্ষার্থীর মধ্যে ভোকেশনাল ও বিএম পরিক্ষায় অংশগ্রহণ করেছে ১৯ হাজার ৩শ’ ৮৪ এবং আলিম পরীক্ষায় অংশ নিবে ৯শ’৯৮ জন পরীক্ষার্থী, কারগরি শিক্ষায় ৬শ’ ৬২জন।

 

৮ নভেম্বরের বাংলা (আবশ্যিক) ২য় পত্র পরিক্ষার উপস্থিত ছিলেন ১৯ হাজার ৮৮ পরিক্ষার্থী, অনুপস্থিত ২৯৬ জন।

 

আলিম পরীক্ষার্থী ৮শ’ ৭৩ জনের মধ্যে উপস্থিত ছিলেন ৮শ’ ৬২, অনুপস্থিত ছিলেন ১১ পরীক্ষার্থী।

 

উল্লেখ্য, ৬ নভেম্বর (রোববার) থেকে শুরু হয়েছে উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা এবং শেষ হবে ১৩ ডিসেম্বর। এ উপলক্ষে আগামী ৩ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দিয়েশে শিক্ষামন্ত্রী। এ বছর এইচএসসি পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হওয়ার কথা থাকলেও সার্বিক দিক বিবেচনা করে যানজট এড়াতে তা পিছিয়ে বেলা ১১টা থেকে শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত।

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত  © ২০২১ সবার কন্ঠ
Design & Developed BY:Host cell BD
ThemesCell