fbpx
৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সোমবার, রাত ২:৪১

ইসলামপন্থী রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ আজ চুপ কেনো?: এনায়েতুল্লাহ আব্বাসী

নিজস্ব সংবাদদাতা
  • আপডেট : জানুয়ারি, ২৪, ২০২৩, ১০:২৮ অপরাহ্ণ
  • ১২৭ ০৯ বার দেখা হয়েছে
ইসলামপন্থী রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ আজ চুপ কেনো?: এনায়েতুল্লাহ আব্বাসী

ইসলামপন্থী রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ আজ চুপ কেনো? বাংলাদেশে যখন আলু পিয়াজের দাম বৃদ্ধি পায়, তখন তো কঠোর আন্দোলনের দাবী জানান। আজ সুইডেনে মহান আল্লাহ পাকের কোরআন অবমাননা করা হলো আপনারা কোন আন্দোলনে যাচ্ছেন না। সুইডেনে এমন কান্ডে পররাষ্ট্রমন্ত্রীর নিন্দায় আমরা সন্তুষ্ট না। আমরা বলবো, প্রতিবাদের অনেক ভাষা আছে। আমাদের দেশের জনগণ যেনো সুইডেনের সকল পণ্য বর্জন করি।

 

নারায়ণগঞ্জে তাহরিকে খতমে নুবুওয়্যাত বাংলাদেশ এর উদ্যোগে সুইডেনে তুর্কী দূতাবাসের সামনে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআন শরিফ সু-মহান মর্যাদার বিরুদ্ধে অবমাননাকর আচরণের তীব্র ঘৃণা ও প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠানে তাহরিকে খতমে নবুওয়ত বাংলাদেশ এর আমীর ও জৌনপুরী পীর সাহেব আল্লামা মুফতী ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী এসব কথা বলেন।

 

মঙ্গলবার (২৪ জানুয়ারী) বাদ আছর নগরীর আব্বাসী মঞ্জিল জৌনপুরী দরবার শরীফ সংলগ্ন নতুন রাস্তায় এ প্রতিবাদী মানববন্ধনের আয়োজন করা হয়।

 

আব্বাসী কঠোর হুশিয়ারী দিয়ে বলেন- সারা বিশ্বে মুসলমানদের নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। মুসলমানদের ওপর গণহত্যা, দখল, নির্যাতন এবং লুটপাটের সাথে সাথে তথাকথিত সভ্য দেশগুলো মুসলমানদের কলিজায় আঘাত দিয়েই যাচ্ছে। তারই অংশ হিসেবে সুইডেনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় উগ্রবাদীদের দ্বারা কোরআন পোড়ানো হয়েছে। যা মুসলমানদের প্রতি চরম ধৃষ্টতা। এই ঘৃণ্যতম কাজ কোনোভাবেই মত প্রকাশের স্বাধীনতা হতে পারে না। বরং মত প্রকাশের স্বাধীনতার আড়ালে পরিকল্পিতভাবে মুসলমানদের পবিত্র মূল্যবোধকে অবমাননা করা হয়েছে।

 

তিনি আরও বলেন- এর আগে ২০২০ সালে সুইডেনে একই কাজ করেছিল ঐ উগ্রপন্থিরা। কিন্তু সুইডেন সরকার বা জাতিসংঘ কেউ-ই তার বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। ফলে একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। সুতরাং নিজেদের মর্যাদা, অধিকার ও মূল্যবোধকে টিকিয়ে রাখতে হলে মুসলমানদেরকেই দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে। কোরআনে অগ্নি সংযোগকারীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এবং এমন ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি রোধে সুইডেন সরকারের প্রতি ঘৃণা প্রকাশ করছি। যদি কতৃপক্ষ কার্যকরী কোন পদক্ষেপ না নেয় তাহলে বাংলাদেশ থেকে সুইডেন দূতাবাস উচ্ছেদ করা হবে।

 

এসময় প্রতিবাদী মানববন্ধনে উপস্থিত ছিলেন- তাহরিকে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মোঃ আরিফুর রহমান, তাহরিকে খতমে নবুওয়ত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা মোঃ বারাতুল ইসলাম, মাওলানা মোঃ গোলাম মোস্তফা, মাওলানা মোঃ শহিদুল ইসলাম সহ অন্যান্য নেতা-কর্মীরা।

 

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত  © ২০২১ সবার কন্ঠ
Design & Developed BY:Host cell BD
ThemesCell