নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক নৈশ প্রহরীর টর্চ লাইটের আঘাতে তার সহকর্মী মো. হোসেনের (৬০) মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ নভেম্বর) ভোরে আড়াইহাজারের উচিৎপুরা বাজারে এ ঘটনা ঘটে। নিহত মো. হোসেন আড়াইহাজারের আগুয়ানন্দী এলাকার মৃত মোহাম্মদ হাসিবের ছেলে।
স্থানীয়রা জানান, রাতে ডিউটি চলাকালীন নিহত হোসেনের সঙ্গে অন্য নাইটগার্ড আগুয়ানন্দী এলাকার হোসেনের (৫৫) কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় তার টর্চ লাইটের আঘাতে মো. হোসেন আহত হয়।
পরে তাকে উদ্ধার করে আড়াই হাজার উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আড়াই হাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার দৈনিক সবারকন্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় হত্যা মামলা করা হবে।