নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নে উজান গোবিন্দ পশ্চিমপাড়ায় নিজ বাসা থেকে মা-ছেলের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা রাতের কোনো এক সময় মা ও ছেলেকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রবিবার (৩ জুলাই) সকালে ব্রাহ্মন্দী ইউনিয়নের উজান গোবিন্দ পশ্চিমপাড়ায় নিজ বাসা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন মিয়া।
নিহতরা হলেন- ওই এলাকার মৃত নবীর মিয়ার স্ত্রী রাজিয়া সুলতানা কাকলী (৪২) ও তার ছেলে তালহা (৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাকলীর স্বামী কয়েক বছর আগে মারা যান। এরপর থেকে মা-ছেলে ওই বাড়িতে বসবাস করতেন। সকালে ঘরের দরজা খোলা থাকায় প্রতিবেশীরা তাদের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।