নিজ ঘর থেকে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ হত্যা নাকি আত্মহত্যা; তা খতিয়ে দেখছে পুলিশ।
আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের লস্করদী গ্রামে শনিবার (১১ জুন) দুপুরে লাশ উদ্ধার করা হয়।
নিহত গৃহবধুর নাম তাসলিমা আক্তার (৩০)। সে ওই গ্রামের উজ্জ্বল মিয়ার স্ত্রী ও বি-বাড়িয়া জেলায় মেয়ে।
জানা গেছে, সাত বছর পূর্বে, উজ্জ্বল মিয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাসলিমা আক্তার। তাদের সংসারে একটি ছেলে সন্তানের জন্ম হয়। দাম্পত্য জীবনে তাদের সংসারে ঝগড়া লেগেই থাকতো। দুপুরে স্থানীয়দের মধ্যে খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ।
আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।