আড়াইহাজারে উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হোটেলে অব্যপস্থানা ও ময়লা থাকায় ঢাকা কাবাব, নান্না বিরানী, হাজী বিরিয়ানি ও মা কনফেকশনীতে জরিমানা করেছেন।
সোমবার (১৩ জুন) বিকাল থেকে রাত ৯টা পর্যন্ত আড়াইহাজারে উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে।
আড়াইহাজার উপজেলা র্নিবাহী অফিসার (ইউএনও) রফিকুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) শাহাদাৎ হেসেনের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়।এ সময় আড়াইহাজার থানা পুলিশ অভিযানে অংশ নেয়। তাছাড়া ও সদর বাজারকে যানজট মুক্ত করতে অভিযান পরিচলানা করা হয়।
ইউএনও রফিকুল ইসলাম জানান, অভিযান পরিচালনা করার সময় দুপ্তারার সালাউদ্দিন টেক্সটাইলকে ইমারত আইন না মানায় ৫০ হাজার টাকা, হোটেলে অব্যপস্থানা ও ময়লা থাকায় ঢাকা কাবাবকে ১০হাজার, নান্না বিরানী, হাজী বিরানী ও মা কনফেকশনীকে ১৭ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন জানান, সকল প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে।