ফেব্রুয়ারী ১০, ২০২৫, ৩:২০ পূর্বাহ্ন
Shahalam Molla
  • আপডেট : মার্চ, ৩০, ২০২৪, ৯:৩৬ অপরাহ্ণ
  • ১৩৪০২৫ ১৯ বার দেখেছে

আড়াইহাজারে অটোরিকশা ছিনতাই, যুবক আটক

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট : নভেম্বর, ১৩, ২০২২, ১১:০২ অপরাহ্ণ
  • ১৯৮ ১৯ বার দেখেছে
আড়াইহাজারে অটোরিকশা ছিনতাই, যুবক আটকঅর্থদাতা গ্রেফতার
প্রতীকী ছবি

আড়াইহাজারে ছিনতাইকৃত অটোরিকশাসহ বায়েজিদ (১৮) নামে এক যুবককে স্থানীয় জনতার হাতে ধরা পরেছে। পরে তাকে অটো রিকশাসহ পুলিশে সোপর্দ করা হয়। এসময় আরও দুই ছিনতাইকারী দুপ্তারা এলাকার আশিক (১৮) ও হাবিবুর (১৯) পালিয়ে যায়।

 

শনিবার (১২ নভেম্বর) রাতে উপজেলা দুপ্তারা ঋষিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রোববার (১৩ নভেম্বর) সকালে তার বিরুদ্ধে মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে।

 

আটককৃত বায়েজিদ আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের রাঘবদী গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, রূপগঞ্জ থানার কেন্দুয়া এলাকায় বসবাসকারী বজলুর রহমানের মালিকানাধীন ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের একটি অটোরিকশা দিয়ে তার ড্রাইভার শান্ত (১৯) যাত্রী টানে। শনিবার রাতে রূপগঞ্জের কাঞ্চন ব্রীজ এলাকা থেকে অটোচালক শান্তকে ৩ যুবক আড়াইহাজার আসার জন্য রিজার্ভ নেয়। কিন্তু ওই ৩ যাত্রীকে নিয়ে অটোরিকশাটি দুপ্তারা উচ্চ বিদ্যালয়ের মাঠের কাছে আসা মাত্র যাত্রীবেশী ছিনতাইকারীরা চালক শান্তকে উপর্যুপরি ছুরিকাঘাতে আহত করে অটোরিকশা নিয়ে চলে যায়। এ সময় চালক শান্তর ডাকÍচিৎকারে লোকজন জড়ো হয়ে দুপ্তারা ঋষিপাড়া এলাকায় অটোরিকশাসহ ছিনতাইকারী বায়েজিদকে আটক করেন। বাকী দুই ছিনতাইকারী যথাক্রমে দুপ্তারা এলাকার আশিক (১৮) ও হাবিবুর (১৯) পালিয়ে যায়।

 

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, পলাতক আসামীদেরকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

 

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন
      
 
   

এ খবরটি আপনার বন্ধুকে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
© All rights reserved © 2020 sabarkantho
Design & Developed BY:Host cell BD
asterpress