fbpx
১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, রবিবার, রাত ১:২৪

আড়াইহাজারের সাতগ্রাম ইউপি চেয়ারম্যানের বহিষ্কারাদেশ প্রত্যাহার

আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট : সেপ্টেম্বর, ২২, ২০২১, ২:৫৭ অপরাহ্ণ
  • ৪৩৬ ০৯ বার দেখা হয়েছে
আড়াইহাজারের সাতগ্রাম ইউপি চেয়ারম্যানের বহিষ্কারাদেশ প্রত্যাহার

আড়াইহাজারের সাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ মাহমুদের সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রনালয়।

 

রোববার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রনালয়ের উপ-সচিব মো: আবু জাফর রিপন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আসন্ন ইউনিয়ন পরিষদ সন্নিনিকটে এবং শুনানী গ্রহন কালীন সময়ে তার জবাব সন্তোষজনক বিবেচনা নিয়ে সাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়াম্যান ওয়াদুদ মাহমুদ ভবিষ্যতে এ ধরণে কর্মকান্ড আর করবেনা মর্মে সতর্কীকরণ পূর্বক স্থানীয় সরকার বিভাগ হতে ২৩ আগস্ট  ৬৩৪ নং স্মারকে জারীকৃত তার সাময়িক বরখাস্ত প্রজ্ঞাপন এতদ্বারা নির্দেশক্রমে প্রত্যাহার করা হলো।

 

প্রসঙ্গত:  একই ব্যক্তির অনুকূলে দু’টি ওয়ারিশ সনদ প্রদান, ব্যক্তিগত যোগসাজস, পক্ষপাতমূলক আচরণ, আর্থিক লাভবান হওয়া, দায়িত্ব ও কর্তব্য পালনে অবহেলার অভিযোগে তার বিরুদ্ধে তদন্তে নামে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। স্থানীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হলে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। এরপর গত ২৩ আগস্ট স্থানীয় সরকার বিভাগ ইউপি চেয়ারম্যান অদুদ মাহমুদকে সাময়িক বরখাস্ত করে।

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত  © ২০২১ সবার কন্ঠ
Design & Developed BY:Host cell BD
ThemesCell