fbpx
২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, বুধবার, সকাল ৭:৩২

আল্লাহ্র অলি কখনো সাবেক হতে পারে না: মাওলানা আবুল কাসেমী

বিশেষ প্রতিনিধি
  • আপডেট : মে, ২৩, ২০২২, ৯:৫৯ অপরাহ্ণ
  • ১১০ ০৯ বার দেখা হয়েছে
আল্লাহ্র অলি কখনো সাবেক হতে পারে না: মাওলানা আবুল কাসেমী

বন্দর জামেয়া গাউছিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদ্রাসা প্রতিষ্ঠাতা সুন্নিয়াতের শিরূমনী হযরতুল আল্লামা আলহাজ্ব মাওলানা মরহুম বাকী বিল্লাহ্ র ১৮ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ২২ শে মে শনিবার বন্দর কেন্দীয় কবরস্থান সংলগ্ন জামেয়া গাউছিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদ্রাসা প্রতিষ্ঠানের মাঠে আল্লামা বাকী বিল্লাহ স্বরনে,ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

 

উক্ত দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,আন্ জুমান -এ-রহ্ মানিয়া আহ্ মদিয়া সুন্নিয়া ট্রাস্ট এর পরিচালক ও বাংলাদেশ কেন্দীয় জাতীয় পাটির সদস্য আলহাজ্ব শেখ আহম্মদ আলী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশনএর ১৯ নং ওয়ার্ড কাউন্সিলার  মোখলেছুর রহমান চৌধুরী এবং ২৩ নং ওয়ার্ড কাউন্সিলার আবুল কাউসার আশা।

 

আল্লামা বাকী বিল্লাহ বড় সাহেব জাদা আলহাজ্ব মাওলানা আঃ মোস্তফা রাহিম আজাহারী এর সভাপতিত্বে প্রধান মেহমান হিসাবে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।বাংলাদেশ আহেলে সুন্নীয়ত আল জামাত এর কেন্দীয় কমিটির নির্বাহী মহা সচিব বিশিষ্ট মিডিয়া বেক্তিত্ব, হযরতুল আল্লামা হযরত মাওলানা আবুল কাশেম ফজরুল হক সাহেব প্রধান আলোচক হিসাবে আলোচনা পেশ করেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবীদ তরুণ প্রযোমের আই,কন হযরতুল আল্লামা আলহাজ্ব মাওলানা হাসান আল-আজাহারী,

 

জামেয়া গাউছিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদ্রাসার সহ- সুপারেন্টার হযরত মাওলানা আব্বাস উদ্দিন এর সঞ্চালনায় অন্য দের মধ্য উপস্থিত ছিলেন নারায়ন গঞ্জ জেলা আহেলে সুন্নিজামাত এর সভাপতি বীর মুক্তিযুদ্ধা আবুজাফর টিপু,নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশন এর মেয়র ডা:সেলিনা হায়াৎ আইভির এ পি এ মো: আবুল হোসাইন,আন্তঃজাতিক প্রবাসী কল্যাণ পরিষদ এর সৌদিআরব শাখার সাধারন সম্পাদক গোলাম মোসের্দ (রতন),জামেয়া গাউছিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদ্রাসার সুপাররেন্টার হযরত মাওলানা আবু নাছের মুসা,সহ অত্র মাদ্রাসার পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ ও শিক্ষক মন্ডলী,এবং ছাএছাএী বৃন্দগন উপস্থিত ছিলেন।

 

পরে মোনাজাত শেষে অত্র মাদ্রাসার চার জন হাফেজ ছাএদের কে পাগলী পরিয়ে দেওয়া হয়।

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত  © ২০২১ সবার কন্ঠ
Design & Developed BY:Host cell BD
ThemesCell