আমার নেত্রী প্রমান করেছে, আমরা মাথা নোয়াইনি। আমরা কখনো মাথা নোয়াবো না। বাঙালি জাতি কখনও মাথা নোয়ায় না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব মাথা নোয়াননি, তিনি আমাদের মাথা নোয়াতে শেখাননি, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে তিনি জীবনের জয়গান গেয়েছেন। তারই নেতৃত্বে স্বাধীনতা অর্জন করেছি। তার পদাঙ্ক অনুসরণ করেই বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।
পদ্মা সেতু প্রমান করেছে, বাংলাদেশ আজকে কারো পায়ের উপরে ভর করে দাঁড়ায় নাই। বাংলাদেশ নিজের পায়ের উপরে ভর দিয়ে দাঁড়িয়েছে। তাই পদ্মা সেতু আমাদের অহংকার, পদ্মা সেতুর মাধ্যমে বাংলাদেশ যে পারে, সেটা দেখিয়ে দেওয়া হলো সারাবিশ্বকে।
স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে শনিবার (২৫ জুন) সকালে নগরীর সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে এ কথা বলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের হত্যার মধ্য দিয়ে তার আমাদেরকে দাবিয়ে রাখতে চেয়ে ছিল। ৮১ সালে যখন জাতির পিতার কন্যা এসেছিলেন, তখন বাংলাদেশের মানুষ একটি আশার সঞ্চার পেয়েছিল। অনেকেই আজকে মানবতার কথা বলেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, যেদিন জাতির পিতার কন্যা দেশে ফিরে ছিলেন, যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করা হয়েছে, যে বঙ্গবন্ধু শেখ মুজিব আমার দেশের স্বাধীনতা দিয়েছে, তার পরিবারকে হত্যা করা হয়েছে। সেই দিন শেখ হাসিনাকে বাসায় পৌঁছে দুই রাকাত নফল নামাজ পড়তে দেওয়া হয়নি। আমাদের সেটা মনে রাখতে হবে। মনে রাখতে হবে নারায়ণগঞ্জে ২০০১ সালে ১৬ জুন বোমা হামলা হয়েছিল। আরডিএস এর বোমা হামলা, আমরা বলেছিলাম, যারা ৭১ সালে আমাদের মা-বোনের সংগম নিয়েছে, যারা পাক বাহিনীর কাছে আমার মায়ের সম্মান তুলে দিয়েছে, যারা ছেলে সামনে মা, ভাইয়ের সামনে বোনকে বিবস্ত্র করে ধর্ষণ করেছে, এই বাংলাদেশের নারায়ণগঞ্জে, যেখানে আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছে, সেই নারায়ণগঞ্জে স্বাধীনতা বিরুদ্ধে শক্তিকে প্রবেশ নিষেধ করেছিলাম, এখন সেই স্থানের নাম হয়েছে সাইনবোর্ড।
তিনি আরো বলেন, সেই ষড়যন্ত্রকারীরা থেমেনেই পদ্মা সেতু নিয়েও ষড়যন্ত্রকরে ছিল। নানা ষড়যন্ত্রের পরেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমান করে দিলেন, বাংলাদেশ পারেন। শেখ হাসিনা এখন বাংলাদেশে আওয়ামী লীগের কোন সম্পদ নয়, শেখ হাসিনা বাংলাদেশের স্বপ্ন। শেখ হাসিনা আপনাদের সম্পদ, বাংলাদেশের সম্পদ। বাংলাদেশ আগামীতে কি ভাবে এগোবে, সেটা নির্ভর করে শেখ হাসিনার সুযোগ্য নেত্রীত্বের উপরে। জাতির পিতার কন্যার জন্য আপনাদের সকলের কাছে আজকে দোয়া চাই, আপনারা দোয়া করবেন। আমি থাকি না থাকি, কিচ্ছু যায়, আসে না। শেখ হাসিনা থাকলে আপনার বাচ্চার সুন্দর ভবিষ্যৎ হবে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)।
বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ ৩ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রশাসক মো. আনোয়ার হোসেন।
শামীমী ওসমান আরও বলেন, পারর্লামের্ন্ট এক নেত্রী বলেছিলেন, তোকে আমি দেখে নিবো। দেখে নিয়েছিলেন। বোম বাস্ট হয়েছে, সেদিন আমি একটা কথা বলেছিলাম, শেখ হাসিনাকে বাঁচান। সেদিনও বিএনপির নেতাকর্মীরা বলেছিলেন, জাতির পিতার কন্যার নিরাপত্তা আইন পাশ করানোর জন্য আমরাই নাকি আমাদের উপর বোমা হামলা করিয়েছি। এরা কারা? তাদের উদ্দেশ্যে বলতে চাই, তারাই বলেছিলেন, পদ্মা সেতু হবে না। তারাই বলেছিলেন, বাংলাদেশ আগাবে না। তারা বাংলাদেশকে এমন জায়গায় রাখতে চায়, যাতে বাংলাদেশ মাথা উঁচু করে না দাঁড়াতে পারে। আজকে সেই পদ্মা সেতুর উদ্বোধন হলো।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম খান, মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ার হোসেন প্রমুখ।