fbpx
২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, বুধবার, সকাল ৭:৪২

আমলাপাড়ায় ৩ দিন ধরে এক ব্যবসায়ি নিখোঁজ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট : নভেম্বর, ৮, ২০২৩, ৯:৩৪ অপরাহ্ণ
  • ৪৭ ০৯ বার দেখা হয়েছে
আমলাপাড়ায় ৩ দিন ধরে এক ব্যবসায়ি নিখোঁজ

নারায়ণগ‌ঞ্জে তিন দিন ধরে নিখোঁজ ওয়া‌হিদুজ্জামান নামের এক গা‌র্মেন্টস এক্সেস‌রিজ সাপ্লায়ার ব্যবসায়ী। গত ৫ ন‌ভেম্বর র‌বিবার থেকে তার কোনো হদিস পাচ্ছে না পরিবার। নিখোঁজের ঘটনায় ওয়া‌হিদুজ্জামানের স্ত্রী সা‌য়েরা আক্তার নারায়ণগঞ্জ সদর থানায় একটি জিডি করেছেন। জিডি নম্বর ১৯০। নি‌খোঁজ ওয়া‌হিদুজ্জামান শহ‌রের আমলাপাড়া কে.বি সাহা রোড এলাকার ২৮নং বাড়ির বা‌সিন্দা।

 

ওয়া‌হিদুজ্জামা‌নের স্ত্রী জানান, র‌বিবার দুপুর ২টার সময় বি.বি রোড এলাকার ডাচ বাংলা ব‌্যাং‌কে টাকা উত্তোলন করার জন‌্য বাসা থে‌কে বের হয়। পরবর্তী‌তে বাসায় ফি‌রে না আসায় বাসা থেকে যোগাযোগের জন্য কল দেওয়া হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। রাত পর্যন্ত তাকে ফোনে না পেয়ে পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজখবর নেন।  ওয়া‌হিদুজ্জামান‌কে কোথাও না পেয়ে ওইদিন রাতে সদর মডেল থানায় একটি জিডি করা হয়। ওয়া‌হিদুজ্জামান‌কে উদ্ধারে তৎপরতা চলছে বলে জানিয়েছেন সদর থানার ওসি মো. শাহাদাৎ হো‌সেন।

 

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত  © ২০২১ সবার কন্ঠ
Design & Developed BY:Host cell BD
ThemesCell