জানুয়ারী ১৯, ২০২৫, ১২:৩৯ অপরাহ্ন
Shahalam Molla
  • আপডেট : মার্চ, ৩০, ২০২৪, ৯:৩৬ অপরাহ্ণ
  • ১১৩৬৪৯ ১৯ বার দেখেছে

আমরা কোনদিনই বঙ্গবন্ধু’র ঋণ শোধ করতে পারবো না: মেয়র আইভী

নিজস্ব সংবাদদাতা
  • আপডেট : আগস্ট, ১৬, ২০২২, ৯:০৩ অপরাহ্ণ
  • ২২০ ১৯ বার দেখেছে
আমরা কোনদিনই বঙ্গবন্ধু'র ঋণ শোধ করতে পারবো না: মেয়র আইভী

আমরা কোনদিনই বঙ্গবন্ধু’র ঋণ শোধ করতে পারবো না। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু’র জন্যই বাংলাদেশ স্বাধীন হয়েছে। কিন্তু গুটি কয়েক কুলাঙ্গারের জন্য আমাদের এই কলঙ্ক সারা জীবন বয়ে বেড়াতে হবে। বঙ্গবন্ধু’র পরিবারের ছোট্ট রাসেল সহ সকল সদস্যকে নির্মম ভাবে হত্যা করা হয়েছিল। ও-ই সময় বঙ্গবন্ধু’র দুই কন্যা দেশের বাহিরে থাকায় বেঁচে যায় তারা। তবুও সেই ঘাতকদের চক্রান্ত এখনও শেষ হয়নি। একুশে আগস্ট গ্রেনেড হামলায় আওয়ামী লীগের নেতা-কর্মী সহ প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা চালায়।

 

নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রুহুল আমিন মোল্লা’র উদ্যোগে মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী।

 

সোমবার (১৫ আগষ্ট) দুপুরে নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় প্রাঙ্গনে জাতীয় শোক দিবস পালন করা হয়। এসময় নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রুহুল আমিন মোল্লা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী।

 

প্রধান অতিথি মেয়র আইভী আরও বলেন- বঙ্গবন্ধু’র সপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে দেশের জনগণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন।

 

আলোচনা সভায় নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর বলেন- শোকের মাসে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। শোককে শক্তিতে রুপান্তর করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে নাসিক মেয়র আইভি’র সহযোগীতায় নারায়ণগঞ্জের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।

 

এসময় এস. এম.মাহবুব’র সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন- ৪, ৫, ৬ নং সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম, ১০, ১১, ১২ নং সংরক্ষিত নারী কাউন্সিলর মিনোয়ারা বেগম মিনু, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সদস্য আবির হোসেন, গোদনাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহ্ আলম, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান সাউদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, এনায়েতনগর পঞ্চায়েত কমিটির সেকেন্দার আলী, মোবারক হোসেন, দক্ষিণ এনায়েতনগর পঞ্চায়েত কমিটির সভাপতি শাহজাহান, মোঃ খোকন, এহসান কবির রমজান, মাহবুবুল আলম, কাজী অহিদ আলম, নুর হোসেন পাঠান, শিহাব উদ্দিন রিপন, কাজী ওয়াসীম, আয়নাল হোসেন, মমিনুল আলম পূষন, আরিফ মাহমুদ, সজিব হোসেন, ফাহিম হোসেন খোকন, শান্ত, নুর হাসান বাবু, রুবেল, এনামুল হক ভূইয়া, শাহজালাল প্রমূখ।

 

আলোচনা সভা ও দোয়া শেষে এলাকাবাসীর মাঝে রান্না করা খিচুড়ী বিতরণ করা হয়।

 

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন
      
 
   

এ খবরটি আপনার বন্ধুকে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
© All rights reserved © 2020 sabarkantho
Design & Developed BY:Host cell BD
asterpress