সার্বিক কর্ম মূল্যায়নে পঞ্চম বারের মত জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন বন্দর থানার সেকেন্ড অফিসার এসআই আবুল খায়ের। সোমবার (১০ মে) সকাল ১০টায় নারায়ণগঞ্জ পুলিশ লাইনে মাসিক অপরাধ ও কল্যান সভায় বিশেষ অবদান রাখার জন্য তাকে এ সম্মাননা তুলে দেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম বার।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) নাজমুল হাসান, নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমির খসরু, বন্দর থানা অফিসার ইনচার্জ দীপকচন্দ্র সাহা প্রমূখ।
বন্দর থানার সেকেন্ড অফিসার এস আই আবুল খায়ের পুলিশ বাহিনীতে অংশ গ্রহন করে অত্যন্ত সাহসিকতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। তিনি বন্দর থানায় কর্মরত অবস্থায পাঁচ পাঁচ বার জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন।