fbpx
১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, রবিবার, রাত ১২:২৩

আবারও আইসিইউতে ফুটবল রাজ পেলে

সবার কন্ঠ ডেস্ক
  • আপডেট : সেপ্টেম্বর, ১৮, ২০২১, ৮:১১ পূর্বাহ্ণ
  • ১৮৬ ০৯ বার দেখা হয়েছে
আবারও আইসিইউতে ফুটবল রাজ পেলে

গত মঙ্গলবার আইসিইউ থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছিলেন ফুটবল রাজ পেলে। কিন্তু তিন দিনও হয়নি, আজ কিছুক্ষণ আগে আবার আইসিইউতে ভর্তি করানো হয়েছে পেলেকে!

 

শুক্রবার (১৭ সেপ্টম্বর) অ্যাসিড রিফ্লাক্সের কারণে শরীর কিছুটা খারাপ হওয়ায় পেলেকে আইসিইউতে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে নেওয়া হয়েছে তাকে।

 

তবে ইএসপিএন ব্রাজিল জানাচ্ছে, এখন পর্যন্ত স্থিতিশীলই আছে পেলের শারীরিক অবস্থা। তাঁর স্বাস্থ্য পর্যবেক্ষণে রাখতেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পেলেকে আইসিইউতে নেওয়া হয়েছে।

 

ব্রাজিলের জার্সিতে ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ বিশ্বকাপজয়ী কিংবদন্তি আগস্টের শেষ দিকে শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য হাসপাতালে গিয়েছিলেন, সেখানে চেকআপে তাঁর কোলন টিউমার ধরা পড়ে। সঙ্গে সঙ্গেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত, ৪ সেপ্টেম্বর অস্ত্রোপচার করা হয়।

 

টিউমার পর্যালোচনা করে কী বোঝা গেছে, সেটি অবশ্য কখনো জনসমক্ষে জানানো হয়নি।

 

অস্ত্রোপচারের পর আইসিইউতেই ছিলেন পেলে। গত মঙ্গলবার ছাড়া পান। বাসায় ফেরার পর অবশ্য পেলে সেদিন নিজের শারীরিক অবস্থা বোঝাতে সামাজিক যোগাযোগমাধ্যমে মজা করে লিখেছিলেন, ‘প্রতিদিনই আরও আনন্দে কাটাচ্ছি। এখনো ৯০ মিনিটের পাশাপাশি অতিরিক্ত সময় খেলার মতো ফিট আছি।’ শেষে লিখেছিলেন, ‘আবার দেখা হবে আমাদের।’

 

সেই প্রার্থনাতেই আজ আবার নিশ্চিত বসে গেছেন লাখো ব্রাজিলিয়ান। দেশ, সমর্থন নির্বিশেষে শতকোটি ফুটবলপ্রেমীও কি বসেননি!

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত  © ২০২১ সবার কন্ঠ
Design & Developed BY:Host cell BD
ThemesCell