fbpx
২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, বুধবার, সকাল ৯:০০

নারায়ণগঞ্জ ডিসিকে মাহবুবুর রহমান মাসুম

‘আপনি ব্যর্থ, ১৫ দিনের আল্টিমেটাম দিলাম’

সবারকন্ঠ রিপোর্ট
  • আপডেট : ডিসেম্বর, ২৭, ২০২২, ১১:০৬ অপরাহ্ণ
  • ৭২ ০৯ বার দেখা হয়েছে
‘আপনি ব্যর্থ, ১৫ দিনের আল্টিমেটাম দিলাম’

মৌমিতাসহ নগরীতে নিয়ম না মেনে চলা গণপরিবহনের সমালোচনা করে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকালে বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাবাষির্কীতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি এড. মাহবুবুর রহমান মাসুম বলেন, ‘অনেক বড় গলায় বলেছিলেন, মেয়াদ উর্ত্তীণ গাড়ি গুলোকে স্টেডিয়ামের ডোবায় ডুবিয়ে দিবেন। আমার মনে হয়, দিনে দিনে ডোবার পালা হয়তো আপনারই হচ্ছে। কিন্তু গাড়ি গুলো এখনও ডোবে নাই। আপনি ব্যর্থ।

 

তাঁর ভাষ্য, ‘জেলা প্রশাসককে আল্টিমেটম দিলাম- ১৫ দিনের মধ্যে মৌমিতা যদি আপনি বন্ধ না করেন, আমরা রাজপথে নেমে মৌমিতাকে বন্ধ করে দিবো। সে অবস্থার যেন সৃষ্টি না হয়, আপনি দয়া করে সেই ব্যবস্থা নিন।’

 

মাহবুবুর রহমান মাসুম বলেন, ‘একটি সুন্দর- শান্তিময় নারায়ণগঞ্জ গড়ে তোলার প্রত্যয় নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। কিন্তু অত্যান্ত দুঃখ ও কষ্টের বিষয় হচ্ছে আজও নারায়ণগঞ্জ শহরটাকে সুন্দর একটা শহর হিসেবে গড়ে তোলা যায়নি। নারায়ণগঞ্জের গণপরিবহনকে নিয়ন্ত্রণ করছে একদল লোক। তারা মেয়াদ উর্ত্তীণ গাড়ি চালাচ্ছে। মৌমিতা পরিবহনের চলাচলের লাইন্সেস রয়েছে সাইনবোর্ড পর্যন্ত। সেই মৌমিতা আজকে নারায়ণগঞ্জের পরিবেশকে দুষিত ও যানজট সৃষ্টি করার মূলে কাজ করছে। আজকে নারায়ণগঞ্জে বন্ধন, আনন্দের মতো বাস গুলোর অধিকাংশ মেয়াদ উর্ত্তীণ। অথচ, জেলা পর্যায়ের যে কমিটি রয়েছে, সেই কমিটির সভাপতি জেলা প্রশাসক। তিনি কিছুই করছেন না। আপনি দয়া করে মৌমিতার বিরুদ্ধে অবস্থান নেন। মৌমিতাকে বন্ধ করেন, নতবো আমাদেরকে আবার রাস্তায় নামতে হবে।

 

মাহবুবুর রহমান মাসুম বলেন, আমরা রাজপথে নামতে চাই না। আমরা এখনও আপনাদের উপর আস্থা রাখতে চাই। আপনারা যদি আস্থার জায়গায় না থাকেন। তাহলে আমাদেরকে বাধ্য হয়ে রাজপথে নামতে হবে। জেলা প্রশাসককে আল্টিমেটম দিলাম, ১৫ দিনের মধ্যে মৌমিতা যদি আপনি বন্ধ না করেন। আমরা রাহজপথে নেমে মৌমিতাকে বন্ধ করে দিবো। সে অবস্থার যেন সৃষ্টি না হয়, আপনি (জেলা প্রশাসক) দয়া করে সেই ব্যবস্থা নিন। যেটা বলবেন, সেটা করতে পারেন না কেন। বাধাটা কোথায়। কে জিম্ম করে রেখেছে। কেন জিম্মি করে রেখেছে। কাজ করতে পারছেন না কেন। কোন চক্রের হস্তক্ষেপে আপনাদের এই অভিযান বন্ধ হয়ে গেলো। এটা আমি বুঝতে পারি না।

 

বৈশাখী টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভির স্টাফ রির্পোটার নাফিজ আশরাফ, মানব কন্ঠের জেলা প্রতিনিধি নাহিদ আজাদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটি এবং ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের সাবেক নেতা সিনিয়র সাংবাদিক হাসান আরিফ, নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল লাইভ নারায়ণগঞ্জের প্রধান নির্বাহী মোহাম্মদ কামাল হোসেন, দৈনিক সংবাদচর্চা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মুন্না খান, প্রেস নারায়ণগঞ্জ এর সম্পাদক ও প্রকাশক মো. ফখরুল ইসলাম, দৈনিক যুগের চিন্তা পত্রিকার নির্বাহী সম্পাদক নুর ইসলাম, দৈনিক বাংলা ও দেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি বিল্লাল হোসাইন প্রমুখ।

 

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত  © ২০২১ সবার কন্ঠ
Design & Developed BY:Host cell BD
ThemesCell