fbpx
৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সোমবার, রাত ২:৪৭

আন্তর্জাতিক অভিবাসী দিবসে শুভেচ্ছা পুরস্কার পেল মানব কল্যাণ পরিষদ

স্টাফ রিপোর্টার
  • আপডেট : ডিসেম্বর, ১৮, ২০২২, ৮:৪৮ অপরাহ্ণ
  • ৭৯ ০৯ বার দেখা হয়েছে
আন্তর্জাতিক অভিবাসী দিবসে শুভেচ্ছা পুরস্কার পেল মানব কল্যাণ পরিষদ

থাকবো ভালো, রাখবো ভালো দেশ, বৈধ পথে প্রবাসী আয়, গড়ব বাংলাদেশ প্রতিপাদ্য বিষয় নিয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। ১৮ ডিসেম্বর রোববার সকাল ৯টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে র‌্যালী এবং সাড়ে ৯টায় সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে  স্বেচ্ছাসেবী কাজের স্বীকৃতি স্বরূপ শুভেচ্ছা স্মারক প্রদান করা হয় মানব কল্যাণ পরিষদকে।

 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসাঃ ইসমত আরা পিএএ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ। সহকারী কমিশনার নুসরাত আরার সাবলীল উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডাঃ এএফএম মশিউর রহমান ও পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। অনুষ্ঠানে ৩টি ব্যাংক, ৪টি এনজিও এবং সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী একজন নারী ও একজন পুরুষকে অভিবাসী দিবসে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় মানব কল্যাণ পরিষদকে স্বেচ্ছাসেবী কাজের জন্য মূল্যায়ণ করায় সংগঠনের চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া জেলা প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য যে,  মানব কল্যাণ পরিষদ অভিবাসন নিয়ে বিভিন্ন সময় সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

 

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত  © ২০২১ সবার কন্ঠ
Design & Developed BY:Host cell BD
ThemesCell