নারায়ণগঞ্জ আড়াইহাজারের মনোহরদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাদে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী (কিশোরী) কে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেছে কিশোরীর বাবা। দীর্ঘদিন থেকে ক্ষুদে ওই শিক্ষার্থীকে প্রেমের ফাঁদে ফেলে ১৫ বছর বয়সী এক কিশোর স্কুলের ছাদে তাকে ধর্ষণ করে আসছিল।
সোমবার (১৩ জুন) এই ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলাটি দায়ের করলে পুলিশ আইনের সাথে সংঘতে জড়িত কিশোরকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক হাওলাদার। তিনি জানিয়েছেন, ধর্ষণের অভিযোগ এনে মামলা করার পর ওই কিশোরকে হেফাজতে নিয়ে আদালতে পাঠানো হয়েছে।
মামলায় উল্লেখ করা হয়, ৫ম শ্রেণি পড়ুয়া কিশোরীর স্কুলে আসা যাওয়ার পথে দীর্ঘদিন থেকেই উত্যাক্ত করে আসছিল ১৫ বছরের কিশোর। এরপর কিশোরীকে ভুল বুঝিয়ে প্রেমের ফাঁদে ফেলে তারই শিক্ষা প্রতিষ্ঠানে ছাদে নিয়ে গিয়ে ধর্ষণ করছিল সে।
গত বুধবার (১ জুন) দুপুর ২টার দিকে স্কুলের টিফিনের সুযোগে কিশোরীকে ছাদে নিয়ে যায়। সেখানে কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে ওই কিশোর।